চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন ডেস্ক: গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচছে খেলাধূলা।আর তাই গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে পরিচিত করার লক্ষ্যেই জয়নগরের উওর দূর্গাপুর অঞ্চলের শসাপাড়ায় শসাপাড়া বালক সংঘের পরিচালনায় বিরাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার সকালে।এদিন শসাপাড়ার মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া বিবি,উপপ্রধান সাইফুল লস্কর সহ আরো অনেকে । এই তীব্র গরমকে উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠের চারপাশে কয়েকশো দর্শকের সমাগম ঘটে ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাঠে।জানা যায়,ডায়মন্ডহারবার,কুলপি, রায়দীঘি, কুলতলি, জয়নগর, মন্দিরবাজার,মথুরাপুর,ঢোলা,লক্ষীকান্তপুর,মগরাহাট,ক্যানিং, পাথরপ্রতিমা সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৮ থেকে ২০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম পুরস্কার ৭ হাজার ১টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার ১ টাকা তৃতীয় পুরস্কার ৩হাজার ১ টাকা ধার্য করা হয়ে ছিলো। ঘোড়া দৌড় দেখতে আসা আলমগীর হালদার ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজক চিত্তরঞ্জন মন্ডল বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে, বিগত কয়েক বছর ধরে আমাদের এলাকায় এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচছে।এদিন এই খেলা দেখতে বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষ দর্শকের উপস্থিতিতে আমরা খুশি।এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেল। তবে এমন আয়োজন প্রতিবছরেই করা হয়।বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়ার মালিকরা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা বিভিন্ন এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, অনেক প্রতিযোগিতায় তাঁরা বিজয়ী হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct