দেবাশীষ পাল, মালদা, আপনজন: বিগত দুই তিন মাস আগে পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ী রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারে থাকা বেশ কয়েকটি পুরনো বটগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছছিল জেলা প্রশাসন। প্রশাসনিকভাবে গাছ কাটার খবর মাত্রই বিজ্ঞান মঞ্চ, সহকার, ম্যাজিক নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন এবং পিডব্লিউডি আধিকারিকদের কাছে দরবার করে এবং গাছকে জীবিত রাখার আবেদন জানান। দীর্ঘ আন্দোলন এবং দরবারের পর অবশেষে পিডব্লিউডি দপ্তর, মালদা জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের আবেদনে সাড়া দিয়ে মোট ১১ টি গাছকে বাঁচানো সম্ভব হয় , পাশাপাশি আরও পাঁচটি বটগাছকে স্থানান্তরিত করে নারায়নপুর বাইপাস রোডে রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার রাত্রি আনুমানিক দশটা নাগাদ গাছ স্থানান্তরিত করার কাজ শুরু হয়। সবুজ রক্ষার কাজ চলে চলে সারা রাত্রি ধরে। এদিন মঙ্গলবাড়ী এলাকার গাছ স্থানান্তরিত করার ব্যস্তা চোখে পড়ে। পাশাপাশি এদিন এই দৃশ্য দেখতে বহু মানুষ পথে ভিড় জমান।উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর পিতার সহ অন্যান্য বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা। এদিন বিশালাকার বটগাছকে তুলতে নিয়ে আসা হয়েছিল উন্নত মানের ক্রেন। একটি বটগাছ কে স্থানান্তরিত করার জন্য সময় লাগে তিন ঘন্টা যদিও সোমবার পর্যন্ত সেই কাজ চলতে থাকে। অন্যদিকে উত্তরবঙ্গে এই প্রথম বটগাছ স্থানান্তরিত করার কাজ প্রথম জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারা আরো বলেন এই গাছকে স্থানান্তরিত করার পর সঠিকভাবে পর্যাপ্ত জল এবং দেখাশোনার পুরো ভার দায়িত্ব করা হবে জানিয়েছেন এক বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা। প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন তারা । পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সংগঠনের সভাপতি সুনীল দাস জানান, আমাদের সংগঠন সহ অন্যান্য পরিবেশপ্রেমী, স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাথে সাত মিলিয়ে গাছকে বাঁচানোর চেষ্টায় সক্ষম হয়েছি তার জন্য জেলা প্রশাসনকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তার প্রতিক্রিয়া স্বরূপ বজ্রপাতে মৃত্যু বাড়ছে , সেসব প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এবং পর্যাপ্ত পরিমাণ জল যোগানের জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো এবং গাছ বাঁচানো। পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন গাছ বাঁচলে মানুষ বাঁচবে পশু প্রাণী বাঁচবে তাই গাছ কাটা নিয়ে আমরা উভয়ই যৌথভাবে এই কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct