নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সোমবার রাতে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম জোড়াবাগান থানা এলাকায় নাকা চেকিং করছিল । তখন এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ৮ লক্ষ ৫৩ হাজার টাকা । সূত্রের খবর সন্ধ্যে সাড়ে সাতটার সময় সোদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হাওড়ার এক মাছ ব্যবসায়ী। সঙ্গে ছিল লক্ষ লক্ষ টাকা। ওই মাছ ব্যবসায়ী দাবি করছেন প্রত্যেকদিন এই নগদ টাকা তাদের ব্যবসায়িক কাজে লাগে। তিনি এই পরিমাণ টাকা প্রতিদিনই নিয়ে যান। তবে ভোটের দশ দিন আগে ই কলকাতা শহরে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাতায়াতের সময় নাকা চেকিং - এ ধরা পড়েন ওই ব্যবসায়ী।পুলিশ খতিয়ে দেখছে সমস্ত বিষয় । প্রথম কথা উল্লেখ করা যেতে পারে রাতের কলকাতায় লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর কলকাতায়। ভোটের সময় শহরে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং। শহরের উত্তর থেকে মধ্য দক্ষিণ থেকে পূর্ব সর্বত্র নাকা চেকিং পয়েন্ট গড়ে তোলা হয়েছে। গাড়ির কাগজপত্র পরীক্ষার পাশাপাশি চলন্ত গাড়িতে বেআইনি আর্থিক লেনদেন হচ্ছে কিনা তা জানতে লালবাজার সতর্ক রয়েছে। আজ সেই সতর্ক পদক্ষেপে সোমবার রাতে উত্তর কলকাতার জোড়া বাগান থানা এলাকায় নাকা পয়েন্টে হল প্রায় ৯ লক্ষ টাকা। আটক ওই মাছ ব্যবসায়ী টাকা প্রসঙ্গে যে ব্যবসায়ী লেনদেনের কথা উল্লেখ করেছেন, তার সত্যতা যাচাই করছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন উপলক্ষে নাকা চেকিংয়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন পয়েন্টে। সোনার বিস্কুট সহ ফেনসিডিল এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ । একাধিক রাজনৈতিক দলের ব্যক্তিদের কাছ থেকেও উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct