আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পর বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২৪ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। গত ১৫ মে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থীর তথা তমলুক প্রার্থীর মন্তব্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়। নির্বাচন কমিশন সোমবার সন্ধ্যার মধ্যে গঙ্গোপাধ্যায়ের জবাব চেয়েছিল এবং তা দেখার পরে নির্বাচন কমিশন নতুন আদেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, কমিশন দুঃখের সঙ্গে জানাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শিক্ষাগত ও পেশাদার ব্যক্তিত্বের কাছ থেকে ঘৃণ্য শব্দ এসেছে তাতে সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে নারীর প্রতি শ্রদ্ধার যে বিশিষ্ট ঐতিহ্য রয়েছে সেখানে রাজ্যের বদনাম বয়ে এনেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঝামেলা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটে লড়তে সম্প্রতি বিচারপতি পদ থেকে ইস্তফা দেন তিনি।
১ এপ্রিলের এই নির্দেশের অনুলিপি বিজেপি দলীয় প্রধান নাড্ডার কাছে পাঠানো হয় যাতে আধিকারিকরা মহিলাদের সম্মান ও মর্যাদার পরিপন্থী কোনও লঙ্ঘন না করেন তা নিশ্চিত করার জন্য। তা সত্ত্বেও কমিশনের তরফে জানানো হয়েছে, গঙ্গোপাধ্যায় আরও খারাপ ভাবে একই ধরনের শিষ্টতা লঙ্ঘন করেছেন। এই ত্রুটির পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে নাড্ডাকে সমস্ত বিজেপি প্রার্থী এবং প্রচারকদের প্রয়োজনীয় পরামর্শ জারি করতে বলা হয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশের পরেও নির্বাচনী প্রচারের অন্যতম মৌলিক আচরণ কার্যকর করতে এটি একটি গুরুতর ব্যর্থতা হিসাবে বিবেচিত হচ্ছে। গত ১৬ মে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ডেরেক ও’ব্রায়েন তাঁর অভিযোগে গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা এবং তাঁর প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দাবি করেছিলেন। কমিশন তার নির্দেশ জারিতে বলেছে, ‘... কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া সমালোচনা করেছে। ২১ মে বিকেল ৫টা থেকে শুরু করে ২৪ ঘণ্টার প্রচারে মানা করা হয়েছে। আদর্শ আচরণবিধি চলাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জনসমক্ষে তাঁর বক্তব্যে সতর্ক থাকার জন্যও কমিশন কঠোরভাবে সতর্ক করেছে।’উল্লেখ্য, তমলুক কেন্দ্রে ২৫ মে ভোটগ্রহণ হবে এবং বৃহস্পতিবার প্রচার শেষ হবে। গত ১৫ মে পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক জনসভায় গঙ্গোপাধ্যায় মমতাকে নিশানা করে বলেছিলেন, তিনি এখনও ভাবছেন তিনি মহিলা কিনা। সোমবার গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন জানিয়েছে, অভিজিতের প্রতিক্রিয়া ‘সতর্কতার সঙ্গে’ খতিয়ে দেখা হয়েছে এবং নিশ্চিত যে তিনি নিম্ন স্তরের ব্যক্তিগত আক্রমণ করেছেন ও এভাবে আদর্শ আচরণবিধির বিধান লঙ্ঘন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct