এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: বিজেপি বাংলায় হিন্দু-মুসলমান দাঙ্গা লাগাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্রের দুটি জনসভা থেকেই একই সুরে সুর চড়ান।১লা জুন শেষ পর্যায়ের নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম এবং বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদার এর সমর্থনে জোড়া জনসভা থেকে দর্শক আসনে উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে মমতা বলেন, ‘ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালি। বাতিল হয়ে গিয়েছে। মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। তবে প্ল্যান বি আছে। সাবধানে থাকবেন। ওদের প্ল্যান বি হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো, সেটা এখন চলছে।’সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে মমতা বলেন, ‘হিন্দু-মুসলমান ভাগাভাগি করবেন না। ব্লাড ডোনেশন ক্যাম্পে যখন সবাই রক্ত দেয়, সেই রক্তে হিন্দু-মুসলিম লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলিম পায়। মুসলিমের রক্ত হিন্দু পায়। মানুষটা বেঁচে যায়, এটাই আমাদের দেশ।’ মমতা আরও বলেন, ‘শুনুন যেটা আমি বুঝি না, আপনি বোঝেন না, সেটা দেশ বোঝে। দেশ বোঝে বলেই আমাদের কাছে খবর আসছে। আর খবরটা জেনুইন। যে বিজেপি হারছে। ওরা দেশ থেকে যাচ্ছে। এদের কাজ হচ্ছে মিথ্যে প্রচার করা। চারিদিকে বলে গেল তৃণমূল চোর হ্যায়। সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত কে? বিজেপি দল।’বিজেপি মিথ্যা আখ্যানে এসসি, এসটিদের বিরুদ্ধে মুসলিমদের ডাল করা হচ্ছে বলে সম্প্রতি বনগাঁর জনসভা থেকে অভিযোগ করেন।
এ দিন ফের অশোকনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গ উল্লেখ করে মোদিকে এক মিথ্যাবাদী বলে কটাক্ষ করে মমতা বলেন, ‘এখানে মুসলিমরা ক্ষমতায় আসলে নাকি তফশিলিদের সংরক্ষণ কেড়ে নেবে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো মুসলিম আপনাদের গায়ে হাত দেবে না এবং আপনাদের সংরক্ষণ কাড়ার ক্ষমতা কোনো মুসলিমদের নেই, আমারও নেই, আমার যেমন মুসলিমদের অধিকার কাড়বার অধিকার নেই, মুসলিমদের ও আপনার অধিকার কাড়বার অধিকার নেই, এটা সংবিধান প্রদত্ত৷ আসলে এটা হচ্ছে বিজেপির মোদি সরকারের মিথ্যে কথা।’ পরে মমতা সকলকে আশ্বস্ত করে বলেন কেউ কারো সংরক্ষণ কাড়তে পারবে না, বরং সব ক্ষেত্রে সংরক্ষণ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।বসিরহাট দক্ষিণের সংগ্রামপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যা ঘটেছে, তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখিত। মা-বোনেদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে।’’ এর পরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘মোদীর আমলে দেশে মেয়েদের উপর অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশে একের পর এক ঘটনা ঘটেছে। বাংলায় মেয়েদের উপর অত্যাচার হয় না। যে দু’-একটা ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। বাংলায় মেয়েদের উপর অত্যাচার করলে কেষ্ট-বিষ্টু, রাম-রহিম— কাউকে ছাড়া হয় না।’ পাশাপাশি মমতার ঘোষণা, ‘‘সুন্দরবন নিয়ে নতুন মাস্টারপ্ল্যান তৈরি করছি, আপনাদের জেলা নতুন জেলা হবে। বসিরহাটের বেশির ভাগ অঞ্চলগুলি নিয়ে একটা জেলা হবে। ওই দিকে বকখালি, সাগরদ্বীপ নিয়ে আরও একটা জেলা হবে।’’
অশোকনগরের জনসভা থেকে এ দিন ফের সিএএ, এনআরসি, ইউসিসি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সিএএ নিয়ে অসমে আন্দোলন শুরু হয়েছে। বাঙালিরা ভয়ে ভয়ে রয়েছেন। বিজেপি কালোকে সাদা করতে মিথ্যে বলে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলায় সিএএ, এনআরসি, ইউসওসি হবে না।’’ তৃণমূল বিরোধী বাংলার রাজনৈতিক দলগুলি সম্পর্কে মমতা বলেন ‘‘রাম, বাম একই কাজ করে। ইন্ডিয়া জোটে আছি। জিতিয়ে দিল্লিতে ক্ষমতায় আনব। কিন্তু বাংলায় ওদের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। বাংলায় ওরা কখনও বিজেপিকে তুলে দেয়। ওদের ভোট দিয়ে কী লাভ? খায় না মাথায় দেয়? ৩৪ বছর ক্ষমতায় থেকে নতুন হাসপাতাল করেনি। ৪২টি নতুন হাসপাতাল করেছি। আজ ৪০-৪৫টি বিশ্ববিদ্যালয়।’’বসিরহাটের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী হাজী নুরুলের প্রতি দরাজ সার্টিফিকেট দিতে দেখা যায়। মমতা বলেন, ‘আমার চিরকালের প্রিয় হাজী নুরুল ইসলাম, ওকে আমি ভালোবাসি আর একটা কারণে, ও কখনো হিন্দু মুসলমান করে না। ও সবাইকে নিয়ে মিলেমিশে চলে, ওর মুখে সব সময় আমি হাসি দেখেছি, সেই হাসিটা আমার ভালো লাগে বলেও মন্তব্য করেন মমতা। অন্যদিকে অশোকনগরের সভায় কাকলির হাত ধরে মমতা বলেন, ‘কাকলি ভীষণ ফাইট করে।’ এনআরসির সময় আসাম কানপুরে গিয়ে কাকলি আক্রান্ত হয়েছিল সে কথা তুলে ধরে মমতা বলেন, ‘ও দলের প্রতি চিরদিন লয়াল, যখন যেখানে যেতে বলি সেখানে যাই, এবং দলের হয়ে অনেক কাজ করে, পার্লামেন্টেও খুব ভাল একজন সাংসদ।’ আগামী ১লা জুন জোড়া ফুল প্রতীকে হাজী নুরুল এবং কাকলিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে সকলকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার অনুরোধ করেন মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct