সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রেল স্টেশন সহ রেলের মধ্যে হকারি করে বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী অমৃত ভারত রেল স্টেশন গড়ার নামে বহু মানুষের পেটে লাথি মারছে। ঘুরপথে যদি দেখা যায় তাহলে বিজেপির ফান্ডে ইলেকট্রল বন্ড সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তাদের মোটা অঙ্কের টাকা ঢালছে। বিনিময়ে সেই আদানী আমবানী, আইআরসিটিসি নামক গোষ্ঠীর হাতে রেলের জমিদারত্ব তথা তাদের একচেটিয়া ব্যবসা করার ছাড়পত্র দিচ্ছে। আগামী ৪ ই জুন লোকসভা নির্বাচনের ফলাফল। মোদী সরকারকে গদি থেকে নামিয়ে ছাড়বে। তখন সমগ্র দেশজুড়ে যে হকারদের সমস্যা তা সমাধান হবে। এছাড়া আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে এক সাক্ষাৎকারে বললেন বীরভূম জেলা আইএনটিটিইউসি র জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য। ২০ মে সোমবার রেলের হকারদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রামপুরহাটে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন আইএনটিটিইউসি সমর্থিত ন্যাশনালিস্ট রেলওয়ে হকার’স ইউনিয়ন। এই উপলক্ষে হকারদের সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রামপুরহাট শহর পরিক্রমা করে রেলস্টেশনে জমায়েত হয়ে হকারদের ক্ষোভ বিক্ষোভের কথা ব্যক্ত করেন। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে রামপুরহাট স্টেশন ম্যানেজারের নিকট রেলের হকারদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্টেশন ম্যানেজার দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠন নেতৃত্বের দাবি।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি বীরভূম জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, ন্যাশনালিস্ট রেলওয়ে হকার’স ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুর রেকিব, স্বপন সরদার প্রমুখ নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct