উম্মার সেখ, বহরমপুর, আপনজন: প্রতিবন্ধীদের মিছিল আটকাতে মূর্তি ধারণ বহরমপুর থানার পুলিশ। রীতিমতো বাঁশ দিয়ে ব্যারিকেট করে আটকালো প্রতিবন্ধীদের মিছিল।
নয় দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা আজ বহরমপুর বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল করেন।
বহরমপুর বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেক্সটাইল মোর হয়ে মুর্শিদাবাদের প্রশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল। এই মত অবস্থায় মিছিল শুরু হলে বহরমপুর কোর্ট চত্বর এলাকায় মিছিলটি পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়।
পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে থেকে ছয় জনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয়।
মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রণ দাস জানান নয় দফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি, গৃহহীনদের সরকারি আবাস যোজনায় ঘর প্রদান, বিনা পয়সায় বেসরকারি পরিবহনের সুবিধা, একশ দিনের কাজের আওতায় তাঁদের আনা, শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজের সুবিধা ইত্যাদি বিষয়ে দাবি-দাওয়া নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct