নকীব উদ্দিন গাজী, হাওড়া, আপনজন: লোকসভা নির্বাচনে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম উলুবেড়িয়ার সামতাবেড়িয়ার ৩ টি বুথে। সামতাবেড়িয়ার এই বাড়ি তোমায় হয়ে উঠেছিল বিপ্লবীদের আশ্রয়স্থল। রূপনারায়ণের তীরে কথাশিল্পীর এই বাড়িতে আনাগোনা ছিল বহু বিপ্লবীদের।
নিজের বড় দিদির অনিলা দেবীর সামতাবেড়িয়ার বাড়িতে যাতায়াত করতে করতে রূপনারায়ণের পাশে একটি জায়গা তার পছন্দ হয়।
এরপরেই সেই জায়গাতে গড়ে তোলেন নিজের বাসভবন। জীবনের শেষ বারোটা বছর কাটিয়েছিলেন তিনি এখানে। এমনকি এই বাড়িতেই তিনি লিখেছিলেন তার শেষ উপন্যাস বিপ্রদাস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছোট গল্প লিখেছিলেন এখানে।
আজও রূপনারায়ণের তীরে একইভাবে দাঁড়িয়ে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি।
লোকসভা নির্বাচনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের তিনটি বুথে ঐতিহ্যম্যানের চলছে নির্বিঘ্নে ভোট গ্রহণ।
অবশ্য নির্বাচন চলায় প্রবেশ বন্ধ রয়েছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বাড়িটির পরিচারক জানায় ভোটের জন্য আজ এবং আগামী ৪ ঠা জুন বন্ধ থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। ফলেই বহু পর্যটকরা আসছেন যারা বাইরে থেকে তার বাসভবন থেকে বাড়ি ফিরতে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct