মনিরুজ্জামান, হাড়োয়া, আপনজন: সোমবার পঞ্চম দফার ভোট শেষের মধ্যে দিয়ে রাজনৈতিক তাপউত্তাপ ছড়িয়ে পড়ছে শেষ দু’দফার ভোটে।ভোট যত শেষের দিকে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে।আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তা ছিল সোমবার থেকে ঝড়বৃষ্টির। নির্বাচনের এই মধ্যগগনে বৃষ্টির জন্য বসে থাকলে রাজনৈতিক দলগুলোর চলবে কেন। সেইজন্য সোমবারের এই বৃষ্টিকে উপেক্ষা করেই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী সেখ নুরুল ইসলামের উপস্থিতিতে হাড়োয়া বিধানসভা এলাকার শাসনের খড়িবাড়ি বাজার থেকে হাড়োয়া খাল পর্যন্ত এক মহামিছিল অনুষ্ঠিত হয়। প্রার্থী হাজী সেখ নুরুল ইসলাম উপস্থিতি কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ উচ্ছ্বাস প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে বাংলায় অত্যন্ত ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। বসিরহাট নির্বাচনী কোর কমিটির অন্যতম সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পীরজাদা হাজী একেএম ফারহাদ বলেন, উন্নয়নের প্রতীক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের মা মাটি মানুষের দলের প্রতি বিপুল জনসমর্থন আছে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, এই ব্লক থেকে ব্যাপক মার্জিনে লিড করবে দল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মান্নান আলি,সাহাবুদ্দিন আলি,মহঃ মনিরুল ইসলাম, ইফতেখারউদ্দিন, আছের আলি মল্লিক,সহিদুল ইসলাম, তৃষ্ণা পাত্র,আসাদ আলি, হাফিজুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct