মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ১২ কিলোমিটার দূরত্বের মধ্যে একটি তৃণমূল কংগ্রেসের মিছিল ও একটি বিজেপির জনসভা। তৃণমূলের মিছিলে কুড়ি থেকে ২৫ হাজার মানুষের ঢল। আর বিজেপির জনসভায় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা বিজেপির বিষ্ণপুর প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে জনসভা মানুষের দেখা সেভাবে মেলেনি মেরে কেটে হাজার খানেক লোকের উপস্থিতি। খণ্ডঘোষের সিপটা ঢাল থেকে বর্ধমান আরামবাগ রোডে সেহারা বাজার পর্যন্ত তৃণমূলের মিছিলে জনজোয়ারে পরিণত হয় তাতে সুজাতা মন্ডলের পঁচিশে মে এর ভোট তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে। কিছু দূরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা সাম্প্রদায়িক বিদ্বেষ গার করে ধর্মীয় বিভাজনের চূড়ান্ত পরকাষ্টা দেখিয়ে গেলেন। সংখ্যালঘু মুসলমানদেরকে কি চোখে বিজেপি ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেটা তার বক্তব্যে প্রমাণ করলেন। অন্যদিকে সুজাতা মন্ডল মিছিল শেষে বক্তব্যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ গেয়ে সম্প্রীতির বার্তা দেন। বক্তব্যের মাধ্যমে সুজাতা বোঝাতে চান, তাকে যদি বিষ্ণুপুর লোকসভায় জয়যুক্ত করা হয় পাঁচটা বছর এই এলাকার মানুষের ক্রীতদাসী হিসেবে কাজ করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিষ্ণুপুর লোকসভাকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে তুলে দিতে পারলে তবেই তিনি ক্ষান্ত হবেন। তিনি বলেন, ভোর সন্ধ্যাবেলায় ভূত পেতের নাম নেন না নিতেও চান না সৌমিত্র খানকে কটাক্ষ করে এবং বিভিন্ন ধর্মীয় অবমাননার কথা তুলে ধরেন সুজাতা মন্ডল। আজকের মিছিল সম্পূর্ণ ভাবে যার নেতৃত্বে হয়েছে তিনি খন্ডঘোষ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। এত মানুষের মিছিলে অংশগ্রহণ করার জন্য অপার্থিব ইসলামের প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিছিলে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রমানিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মধক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ তৃণমূলের যুব প্রেসিডেন্ট শুভেন্দু পাল সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। হাজারে হাজারে মানুষের এই ঢল দেখে সুজাতা মন্ডলের মুখে চওড়া হাসি । শেষ লগ্নের সুজাতা মন্ডলের প্রচার এক অন্য মাত্র এনে দেয়। ব্যান্ডের তালে তালে নৃত্য করতে করতে এবং বিভিন্ন ধরনের ফ্লেক্স , ব্যানার , ট্যাবলো নিয়ে মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct