আপনজন ডেস্ক: মায়ানমারের রাষ্ট্রদূত অং কিও মো ঢাকা মিশন শেষ করে শিগগির নিজ দেশে ফিরছেন। দেশে ফিরেই বড় দায়িত্ব পাচ্ছেন এই দূত। এমনটাই জানিয়েছে সেগুনবাগিচা। মায়ানমারের বিদায়ী দূত দেশটির পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি (ফরেন সেক্রেটারি) হতে পারেন বলে ধারণা দেয়া হয়েছে।
রোববার তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেরেছেন। বিদায় বেলা রোহিঙ্গা প্রত্যাবাসনে যথাসাধ্য ইতিবাচক ভুমিকা রাখবেন বলে অঙ্গীকার করে গেছেন। সেইসঙ্গে রোহিঙ্গাদের নিজ গ্রামে পুনর্বাসনের যে দাবি তা পূরণে নীতিগতভাবে তিনি সম্মত বলে জানিয়ে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী মায়ানমারের রাষ্ট্রদূতকে বলেছেন, চলতি বছর উগান্ডায় দ্বিপক্ষীয় বৈঠকে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু করতে চান বলেই মতপ্রকাশ করেছেন। প্রত্যাবাসন প্রক্রিয়াটি অন্ততপক্ষে শুরু করার মধ্য দিয়ে মায়ানমার তাদের সদিচ্ছার স্বাক্ষর রাখতে পারে।
রাষ্ট্রদূত অং কিও মো মায়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠিগুলোর চলমান সশস্ত্র সংঘাতকে এ ক্ষেত্রে অন্তরায় হিসেবে বর্ণনা করেন, তবে তার দেশ এ বিষয়ে আরও সচেষ্ট হবে বলেও আশ্বাস দেন। বৈঠকে রোহিঙ্গা বিষয় ছাড়াও বাণিজ্য বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলাপ করেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct