আপনজন ডেস্ক: কয়েকটি বিক্ষপ্ত ঘটনা ছাড়া রাজ্যে পঞ্চম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন হল সোমবার। বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৭৩ শতাংশ। বনগাঁয় ৭৫.৭৩ শতাংশ। ব্যারাকপুর ৬৮.৮৪ শতাংশ। হাওড়ায় ৬৮.৮৪ শতাংশ। উলুবেড়িয়া ৭৪.৫০ শতাংশ। শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ। হুগলিতে ৭৪.১৭ শতাংশ। আরামবাগে ৭৬.৯০ শতাংশ। সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ১,২৫,২৩,৭০২ জন ভোটারের মধ্যে মোট ৪৮.৪১ শতাংশ ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান।
প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং পোলিং এজেন্টকে বুথ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যদিও ব্যারাকপুরের একাধিক বুথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোমবাতির আলোয় চলে ভোটগ্রহণ। হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। লিলুয়ার ভারতীয় হিন্দি হাইস্কুলের একটি বুথে ভোটারদের কাছ থেকে অভিযোগ আসে, যে বাড়িতে তাঁরা থাকতেন, সেখানে স্থানীয় তৃণমূল কর্মীরা তালাবন্ধ করে দিয়েছেন। কুইক রেসপন্স টিম ৬০-৭০ জন ভোটারকে উদ্ধার করে ভোটকেন্দ্রে নিয়ে যায় এবং পরে বাড়ি ফিরে আসে। জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশ। পাঁচলায় সিপিএম ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বাহিনী অনুপস্থিত। সালকিয়ায় সিপিএমের এরিয়া কমিটির অফিসে ভাঙচুরে অভিযোগ করা হয়েছে।
বনগাঁয় মহিলা ভোটারদের সঙ্গে বাহিনীর অভব্য আচরণের অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। হুগলির শ্রীরামপুরে সকাল থেকে সিপিএম এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। সেই বুথে কীভাবে ৪০ শতাংশ ভোট পড়ল, তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। ভোটাররা আসল কিনা তা যাচাই করার জন্য সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি জানান তিনি।
নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুরের ২৪৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর। এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরবর্তীতে আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ তারা এলাকাতেই বসেছিলেন। তখন একজন পুলিশ আধিকারিক ও বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠিচার্জ করে। এমনটাই অভিযোগ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীদের। দীর্ঘ আলোচনার পর পরবর্তীতে বিক্ষোভ তুলে নেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct