আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করায় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরিকে তিরস্কার করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মুম্বইয়ে শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরে এবং এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারের সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরির মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে খাড়গে তার উত্তর দেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির দিকে ঝুঁকতে পারেন বলে মন্তব্য করার বিতর্কের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে তৃণমূল থাকবে কিনা তা দলের হাইকমান্ডই সিদ্ধান্ত নেবেন, অধীর নন। কংগ্রেস নেতা অধীর রঞ্জনের মন্তব্য নিয়ে তিনি কোনও সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। শীর্ষ নেতা ও হাইকমান্ড সেটা ঠিক করবেন, আর যারা তা মানবেন না, তারা দলের বাইরে থাকবেন।খাড়গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি বাইরে থেকে ইন্ডিয়া সরকারকে সমর্থন করবেন। অতীতেও এমন ঘটনা ঘটেছে। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে কমিউনিস্টরা বাইরে থেকে সমর্থন করেছিল।ক্ষমতায় এলে বিরোধী ফ্রন্ট ভারতকে বাইরের দিকে সমর্থন দেবেন বলে মন্তব্য করার পর ১৬ মে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের অন্যতম অংশ এবং এটি নিয়ে পরবর্তী সরকার গঠন করবেন।তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে সিপিআই (এম) ও কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখা, যারা ইন্ডিয়া জোটের অংশ, তারা হাত মিলিয়েছে এবং রাজ্যে বিজেপিকে সহায়তা করেছে।উল্লেখ্য, গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছিল তৃণমূল।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্য করার কয়েক ঘণ্টা পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শনিবার বলেন,তিনি এমন একজনকে স্বাগত জানাতে পারেন না যিনি “কংগ্রেসকে শেষ করে দিতে” চান। অধীর চৌধুরী আগেই বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন সুবিধাবাদী নেতা, যাঁকে বিশ্বাস করা যায় না।শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, আমি কংগ্রেসের পদাতিক সৈনিক বলেই এই লড়াই থামাতে পারব না। এটা আমার আদর্শগত বিরোধিতা। কেউ কংগ্রেসকে শেষ করার চেষ্টা করবে এবং আমি সেই ব্যক্তিকে স্বাগত জানাব, এটি হতে পারে না। আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। এটা পশ্চিমবঙ্গে আমার দলকে বাঁচানোর লড়াই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct