আপনজন ডেস্ক: ফিলিস্তেনের গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা শুরুর পর থেকেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। এর ধারাবাহিকতায় এবার ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজ ফিরিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশটি।বৃহস্পতিবার (১৬ মে) স্প্যানিশ সরকার ঘোষণা করেছে, ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী আর কোনো জাহাজকে স্পেনের বন্দরে ভিড়তে দেয়া হবে না।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, এই প্রথম আমরা এটি করেছি কারণ এই প্রথমবারের মতো আমরা ইসরায়েলে জন্য অস্ত্রের চালান বহনকারী একটি জাহাজ শনাক্ত করেছি যেটি স্পেনের একটি বন্দরে ভিড়তে চেয়েছিল। এর আগে পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, মারিয়ান ড্যানিকা নামের জাহাজটি ২১ মে দক্ষিণ-পূর্ব স্পেনের কার্টেজেনার বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল।এ বিষয়ে আলবারেস বলেন, ইসরায়েলে অস্ত্র বহনকারী যেকোনো জাহাজ স্প্যানিশ বন্দরে ভিড়তে চাইলে তার সাথে একই নীতি গ্রহণ করা হবে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুস্পষ্ট কারণে এই ধরনের অনুরোধকে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যাখ্যান করবে জানিয়ে তিনি আরো বলেন, আসলে মধ্যপ্রাচ্যে আর অস্ত্রের প্রয়োজন নেই, বরং সেখানে শান্তি দরকার।ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলা, আহত ১৪ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলা, আহত ১৪গেলো মাসের শুরুতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিলো স্পেনসহ ইউরোপের চার দেশ। এরই ধারাবাহিকতায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছিলেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct