আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজার রাফাহ শহরে ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ চেয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (১৬ মে) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে এ আবেদন করেছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা।গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের ইসরায়েল গণহত্যা করছে অভিযোগ করে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা মামলা করে। দক্ষিণ আফ্রিকার উপস্থাপিত ৮৪ পৃষ্ঠার নথিতে বলে হয়েছে, ইসরায়েলের কার্যকলাপ ‘চরিত্রগতভাবে গণহত্যাই।’ কারণ তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের একটি বড় অংশকে ধ্বংস করে দিতে চেয়েছে। জানুয়ারিতে এই মামলার প্রথম পর্বের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা বলেন, রাফাহতে সামরিক হামলার পরিণতি সম্পর্কে জাতিসংঘের অঙ্গসংস্থাগুলোর মতামত সম্পর্কে জানে ইসরায়েল। দেশটি জানে এ ব্যাপারে বিচার আদালত কী নির্দেশ দিয়েছে। তবুও ইসরায়েলের নেতারা গণহত্যাকে উসকে দিচ্ছেন এবং গণহত্যার অভিপ্রায় প্রকাশ করে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct