নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আমরা ব্যথিত। গতকাল অভিজিৎ গাঙ্গুলি লোকসভার নির্বাচনে একজন প্রার্থী।কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে যে মন্তব্য করেছেন মনে করছি যৌন বাদী মন্তব্য।তার ডি এন এ - র পরিচয় দিয়েছেন। তমলুকের বিজেপি প্রার্থীকে এভাবেই রাজনৈতিক নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি আরো বলেন,সন্দেশখালি নিয়ে যে ভিডিও ছিল সেখানে আমাদের কিছু বক্তব্য ছিল।অভিজিৎ গাঙ্গুলি সে নাকি প্রাক্তন বিচারপতি।একজন বিচার পতির এই ভাষা হতে পারে? প্রশ্ন শশী পাঁজার।তিনি আরো বলেন,একজন বঙ্গ সন্তান তার কিভাবে এই ভাষা হতে পারে?ভারতীয় জনতা পার্টি কি মনে করেন? কে কাকে কত কদর্য ভাষায় আক্রমণ করবেন তার তত বেশি উন্নতি হবে ।একজন প্রার্থী হিসেবে কিভাবে এই ভাষা ব্যবহার করলেন? তিনি মনোনয়ন জমা দিয়েছেন।শপথ নিয়েছেন।বাংলার মানুষ শুনেছেন কি ভাষায় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি ।মোদী,অমিত শাহ,শুভেন্দু অধিকারী যারা এই ব্যক্তির সঙ্গে মঞ্চ ভাগ করেছে। তারা কি এই বক্তব্য সমর্থন করছেন? প্রশ্ন শশী পাঁজার।দেশে এত জায়গায় ভোট হচ্ছে এই কথা কেউ বলেনি।দুঃখের বিষয় নির্বাচন কমিশন না মোদী কমিশন।এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট নয়?আশা করছি এই নির্বাচন চলাকালীন ব্যবস্থা নেবে।একজন প্রার্থীর যদি এই চরিত্র থাকে মহিলাদের কি সম্মান দেবেন? যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ করেছে।ভারতীয় জনতা পার্টি কি ভেবেছে এটা কি তাদের মৌলিক অধিকার ?? যার যা ইচ্ছে তাই বলছে।দেশের লজ্জা।নিন্দা জানাচ্ছি,ধিক্কার জানাচ্ছি।সেক্সিস্ট রিমার্ক।এর থেকে আর কিছু বলতে পারছি না।প্রার্থী পদ বাতিল হওয়া উচিত।আইনজীবীরা আইনি পদক্ষেপের কথা ভাবছেন।নির্বাচন কমিশনে দিল্লিতে চিঠি গিয়েছে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে সদর্থক ভূমিকা ,নিরপেক্ষতা আশা রাখি।আপনার পরিবারে মা বোন আছেন।আত্মীয় স্বজন আছে।বন্ধু বান্ধব আছে।এটা আপনার চিন্তা?দেবের অডিও টেপ হিরনের অভিযোগ প্রসঙ্গে, শশী পাঁজা বলেন,বিজেপির যে প্রার্থী রয়েছে বোঝা যাচ্ছে তিনি হারছেন।যখন প্রচারে উন্নয়নের কিছু বলার থাকে না তখন তারা এসব খোঁজে। এভাবেই ভোট চলে আসবে। সন্দেশ খালির ক্ষেত্রেও আমরা দেখলাম যখন স্ট্রিং অপারেশন এলো তখন বিজেপি যা খুশি তাই করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct