আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: জাল রশিদ ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ বোলপুরের এলআইসি অফিসে। শুক্রবার প্রতারণার শিকার একাধিক মহিলা ও পুরুষরা এলআইসি অফিসে এসে ব্যাপক বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামান দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। কীর্ণাহারের বাসিন্দা এলআইসির এজেন্ট পিন্টু ঘোষের সাব এজেন্ট শেখ হাকিম। তার বাড়ি পাড়ুই থানার বিষ্ণুখন্ডা গ্রামে। অভিযোগ গত দুই বছর ধরে শেখ হাকিম লোহাগড়, জগদলপুর, মুখ গোলটিকুরি, গোড়াপাড়া, হিঙ্গনপুর, মোলডাঙ্গা, মহিদাপুর সহ আশেপাশের প্রচুর গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। শেখ হাকিম গত দুই তিন বছর ধরে জাল রশিদ ছাপিয়ে সেই সমস্ত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। কিন্তু গত তিন মাস ধরে অভিযুক্ত এজেন্ট কিস্তির টাকা নিচ্ছিল না। তাই বোলপুরের এলআইসি অফিসে এসে জানতে পারেন প্রতারণার বিষয়টি।যে তাদের এলআইসি টাকা অফিসে জমা হয়নি। ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct