আপনজন ডেস্ক: নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে ফ্রান্স শাসিত দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় দ্বীপ নিউ কালিডোনিয়া। এর ফলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স নিজেদের শাসিত নিউ কালেডোনিয়ায় জরুরি অবস্থা জারি করেছে। এছাড়া অঞ্চলটিতে স্থিতিশীলতা আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে প্রদেশিক নির্বাচনের আইন পরিবর্তন করায় অস্থিতিশীলতা দেখা দেয়।সোমবার থেকে শুরু হওয়া এ সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এলাকাটিতে কারফিউ জারির পরও এ অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন।সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষকে গ্রেফতারের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, অঞ্চলটি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৭০০ কর্মী রয়েছেন। এর সঙ্গে অতিরিক্ত এক হাজার ফোর্স পাঠানো হয়েছে।ফ্রান্সের নতুন আইন অনুসারে নিউ কালিডোনিয়ায় যেসব ফরাসি নাগরিক ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তারা প্রাদেশিক নির্বাচনে ভোট দিতে পারবেন। এটি অনেকটাই নিউ ক্যালিডোনিয়ার নাগরিকত্ব লাভের সমান।নতুন এ আইনের বিরুদ্ধে স্থানীয়রা ফুঁসে উঠেছে। তাদের দাবি, অবিলম্বে বিতর্কিত এ আইনটি বাতিল করতে হবে। এ জন্য বুধবার বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। আল-জাজিরা জানিয়েছে, এ বিক্ষোভের জেরে দেশটিতে প্রায় দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct