আপনজন ডেস্ক: গত ২১ ফেব্রুয়ারি মৌসুম শেষে টমাস টুখেলের বিদায়ের খবর জানিয়েছিল বায়ার্ন মিউনিখ। লিগে ব্যর্থ মৌসুম কাটানোয় টুখেলের বিদায় অনুমিতই ছিল। তবে কয়েক দিন ধরে উল্টো দিকে বইতে শুরু করে বাতাস। গুঞ্জন শোনা যায়, সিদ্ধান্ত বাতিল করে বায়ার্নেই হয়তো থেকে যেতে পারেন টুখেল।এর মধ্যে সূত্রের বরাত দিয়ে ইএসপিএনও জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় এখন বায়ার্নে থেকে যাওয়ার কথা ভাবছেন টুখেল। অন্য দিকে টুখেলকে বিদায় জানানোর পর বায়ার্নও পাচ্ছিল না পছন্দের কোনো কোচের সন্ধান। ফলে টুখেলের থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশ উজ্জ্বলই মনে হচ্ছিল।কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন টুখেল নিজেই। মৌসুমের শেষ লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টুখেল নিশ্চিত করেছেন নিজের বিদায়ের খবর। সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে দুই পক্ষের আলোচনার খবর নিশ্চিত করে টুখেল বলেছেন, বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। ফলে আগের ঘোষণা অনুযায়ীই মৌসুম শেষ করে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি।নিজের বিদায়ের খবর পুনরায় নিশ্চিত করে টুখেল বলেছেন, ‘এটা এখানে আমার শেষ সংবাদ সম্মেলন। ফেব্রুয়ারিতে যে সমঝোতা হয়েছিল, সেটিই বলবৎ আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাওয়া নানা প্রতিক্রিয়ার কারণে এখানে থাকার এবং একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনার একটি ভিত তৈরি করেছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছি। আমি বিস্তারিত কিছু আর বলতে চাই না।’গত বছরের মার্চে চেলসি ছাড়ার পর বায়ার্নে যোগ দেন টুখেল। তাঁর অধীনে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলেও ঘরোয়া ফুটবলে পুরোপুরি ব্যর্থ হয়েছে বায়ার্ন। ১১ মৌসুম পর প্রথমবারের মতো লিগ শিরোপা হাতছাড়া করেছে বাভারিয়ান ক্লাবটি। যে কারণে সমঝোতার ভিত্তিতে মৌসুম শেষে টুখেলের বিদায় নিশ্চিত করেছিল ক্লাবটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct