আপনজন ডেস্ক: চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় নাম উঠেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ৩৯ বছর বয়সী এই ফুটবলার গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন। যা ভারতীয় মুদ্রায় ২১৬৫ কোটি টাকার বেশি। রোনাল্ডোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন স্প্যানিশ গলফার জন রাম, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি আছেন তিনে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা–বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এ সব তথ্য উঠে এসেছে। ফোর্বস খেলোয়াড়দের আয়ের তালিকাটি করেছে বেতন, বোনাস, স্পনসরসহ সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়ে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়া রোনাল্ডো বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন। যা ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া প্রায় ৬৯ কোটি ইনস্টাগ্রাম অনুসারীর সৌজন্যে নানা প্রতিষ্ঠানের স্পনসর থেকেও বিপুল আয় আছে রোনাল্ডোর। ফোর্বস রোনাল্ডোর মাঠের বাইরের আয় ৬ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেছে। আয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা জন রামের ক্ষেত্রেও সৌদি আরবের বিশেষ ভূমিকা আছে। দেশটির এলআইভি গলফে রামের যোগদান ছিল গলফের অন্যতম আলোচিত ঘটনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct