নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা। গত কয়েকদিন ধরে সন্দেশখালির বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছেন সিবিআই এর আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে। তদন্তকে আরো ভালো করে ত্বরান্বিত করতে ও এলাকার মানুষদের সুবিধার্থে সন্দেশখালির ধামাখালি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই শিবির খুলে সেখানে অস্থায়ী ঠিকানা গড়ে তুললেন সিবিআই এর আধিকারিকরা। শিবিরের পাশাপাশি সিবিআই এর আধিকারিকরা এইখানে বিশ্রাম নেবেন সারাদিন তদন্তের পর। এমনটা জানা গিয়েছে সিবিআই সূত্র থেকে। এদিকে,গত কয়েক দিনের পাশাপাশি বৃহস্পতিবার রাতেও দুষ্কৃতীদের গ্রামে ঢুকতে শঙ্খ ঝাঁজ নিয়ে রাত জাগছেন গ্রামের মহিলারা । রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে। পুলিশ গ্রামের ভিতর তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে। পুলিশ ও দুষ্কৃতীরা গ্রামের ভিতর যাতে রাতের অন্ধকারে ঢুকতে না পারে তার জন্য সন্দেশখালি বেড়মজুর এলাকায় পালা করে রাত জাগচ্ছেন গ্রামের মহিলারা। গত তিন দিনের পাশাপাশি বৃহস্পতিবারও তারা হাতে শঙ্খ ও ঝাঁজ নিয়ে রাত জাগেন। গ্রামের ভিতরে যদি কোনো দুষ্কৃতীরা প্রবেশ করে তাহলে গ্রামের মহিলারা সঙ্গে সঙ্গে শঙ্খ আর ঝাঁজ বাজাবেন। যার ফলে সেই শব্দ শুনে এলাকার মানুষেরা সজাগ হয়ে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct