আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: বৃহস্পতিবার হলদিয়ার চৈতন্যপুরের নির্বাচনী সভা থেকে বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিজিতের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে ছিল তৃণমূল। কমিশন বিজেপি প্রার্থীকে শোকজও করেছে। শুক্রবার তমলুকের রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত চলে অভিষেকের রোড-শো। তমলুকের এই দলীয় কর্মসূচি থেকে অভিজিৎকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-অভিজিৎকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে অভিষেক বলেন, “শুনেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখের ভাষা? উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট জানতে চেয়েছিলেন। আমি সেই দাম বলতে এসেছি।” এরপরই হাতে একটি ফ্লেক্স তুলে ধরে (যেখানে প্রধানমন্ত্রী মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মাথা নত করে প্রণাম করতে দেখা যাচ্ছে) বিজেপি প্রার্থী অভিজিতের উদ্দেশে অভিষেক বলেন, “এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম! আপনি যে মোদীর টিকি ধরে রাজনীতি করেন, সে মাথা নীচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন।” অভিষেক আরো বলেন, “আপনার দামটাও বলতে এসেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওর (অভিজিতের) দাম সবাই জানে, তমলুকের বিজেপির টিকিট! মানুষের চাকরি খেয়ে বিজেপির টিকিট নিয়েছেন।”তমলুকে এবার অভিজিতের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে ছাত্র নেতা দেবাংশু ভট্টাচার্যকে। অভিষেক বলেন, “তমলুকে দেবাংশুর বোতাম ২ নম্বরে,আমার বোতামও ২ নম্বরে। অভিজিৎকে এমন ভাষায় জবাব দিতে হবে যাতে ৪ জুনের পর ও তমলুকে ঢুকতে না পারেন।”কেন অভিজিৎকে ভোট নয় তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “নাথুরাম গডসে আর গান্ধীজির মধ্যে যিনি বেছে নিতে ইতস্তত করেন তাকে দেশদ্রোহী ছাড়া আর কী বলা যায়।মেদিনীপুরের মাটি কী এরকম দেশদ্রোহীকে বরদাস্ত করবে?” জবাবও দিয়েছেন অভিষেক নিজেই, “মেদিনীপুর তৈরি রয়েছে চাকরিখেকো অভিজিৎকে জবাব দেওয়ার জন্য।”গামী ২৫ মে ষষ্ঠ দফায় তমলুকে ভোটগ্রহণ। এবারের বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র এটি। লড়াই এখানে ত্রিমুখী। একদিকে বিজেপির প্রার্থী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের বাজি তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য। লড়াইয়ে আছেন সিপিআইএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়ও। কে জেতেন সেটাই এখন দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct