নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা কেন্দ্রের ধনিয়াখালিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান বিজেপি সাংসদ এবং প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নির্বাচনী এলাকার প্রকৃত উন্নয়ন কাজ নিয়ে উভয় দলের রিপোর্ট কার্ড নিয়ে তার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানান।হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে গিয়ে অভিষেক বলেন, “বিজেপি দাবি করে যে তারা অনেক কিছু করেছে। এটি একটি সাদা কাগজ তৈরি করতে দিন। আমি ওঁকে (লকেট) চ্যালেঞ্জ করছি আমাদের ওয়ার্ক রিপোর্ট কার্ড নিয়ে আমার মুখোমুখি হতে। আমরা নিশ্চিন্তে বিজয়ী হব।রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে অভিষেকও জাতীয়ভাবে ইন্ডিয়া ব্লকের জয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, যেখানে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিলাসবহুল পণ্যের তুলনায় অত্যাবশ্যকীয় পণ্যের উপর ‘অসামঞ্জস্যপূর্ণ’ জিএসটি (পণ্য ও পরিষেবা কর) তুলে ধরে কেন্দ্রীয় সরকারের কর নীতির সমালোচনা করেন তিনি। বিজেপিকে বিত্তবানদের সুবিধার্থে দেখানো প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি প্রধান মশলা জিরার উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ করে, যেখানে সম্পদের প্রতীক হীরে খুব কমই কর দিতে হয়। তিনি বিজেপি আমলে উচ্চ মুদ্রাস্ফীতির হারের নিন্দা করেছিলেন, যার প্রভাব পড়েছে দুধ, এলপিজি গ্যাস, কেরোসিন এবং ডালের মতো প্রয়োজনীয় পণ্যগুলিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অভিষেক তাঁকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করে বলেন, রাজ্যে কোভিড অতিমারীর সময় তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে নির্বাচনী লাভের জন্য মোদী পুলওয়ামা জঙ্গি হামলাকে কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির এজেন্ডা নিছক নির্বাচনী প্রচেষ্টার ঊর্ধ্বে, খাদ্যাভ্যাস এবং পোশাক সহ ব্যক্তিগত পছন্দগুলি নির্দেশ করার চেষ্টা করে।স্থানীয় অর্থনীতির দিকে নজর দিয়ে অভিষেক বলেন, হুগলির মিলগুলি থেকে বিজেপি সরকারের পাটের বস্তা কেনা কমে যাওয়ায় শিল্পের ওপর নির্ভরশীল জীবিকা বিপন্ন হচ্ছে। তিনি রাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে সমর্থন করে বলেন, বিজেপি এই প্রকল্প আটকানোর চেষ্টা করছে। বিতর্কিত সন্দেশখালি কাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তের অভিযোগ করেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসীদের উপর হামলার উচ্চ হারের সঙ্গে এর তুলনা করেন তিনি।আগামী ২০ মে পঞ্চম দফায় হুগলি জেলায় ভোটগ্রহণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct