মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে সেই পুরনো দিনেই। কখনো বিশ্ববিদ্যালয়ের ফিক্স ডিপোজিট অন্যের নামে হয়ে যাচ্ছে আবার বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট কেলেঙ্কারি সর্বজন বিদিত, অনেক অনেক সমস্যায় জর্জর গ্রস্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় । ৮ মাস ধরে বর্ধমানের ঐতিহ্য মেঘনাদ সাহা প্লানেটেরিয়াম বন্ধ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোন হুঁশ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকে সরিষার তৈল দিয়ে দিবা নিদ্রায় আচ্ছন্ন। বর্ধমানের এত বড় ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের অধীন মেঘনাথ সাহা প্লানেটরিয়াম বন্ধ বর্ধমানবাসী মেনে নিতে পারছেন না। আট মাস ধরে এই বিষয়ে কোনো মিটিং না হওয়ায় এই মেশিন বন্ধ থাকার কারণে ধুলো জমে নষ্ট হতে বসেছে অনেক দামি দামি মেশিন। মেঘনাথ সাহা প্লানেটেরিয়াম ইনচার্জ নিলেন্দু ঘোষ বলেন ইসি না হওয়ায় এবং মেশিন খারাপ হওয়ার কারণ এবং তা মেরামত না হওয়ার কারণে আজ আট মাস ধরে বন্ধ ।আমাদেরও খুব খারাপ লাগছে দূর-দূরান্ত থেকে অনেক ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং পর্যটকরা এ মেঘনাদ সাহা প্লানেটরিয়ামে মহাকাশ ,তারা সহ ব্রহ্মাণ্ডের পরিবেশ দেখার জন্য ভিড় করে কিন্তু তারা নিরুৎসাহিত হয়ে ফিরে যাচ্ছে। ১২ জন শ্রমিকের বর্তমানে কোন কাজ নেই। তাদেরকে বসে বসে দিন কাটাতে হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন হেলদোল দেখতে পাওয়া যায়নি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কখন ঘুম ভাঙবে এ বিষয়ে কেউ সঠিক উত্তর দিতে পারছেন না। মেঘনাথ সাহা প্লানেটেরিয়ামের ইনচার্জ নিলেন্দু ঘোষ আশ্বস্ত করছেন খুব শীঘ্রই এর মেরামতির ব্যবস্থা হবে ।আসায় মরে চাষা দেখতে দেখতে আট মাস কেটে গেছে হয়তো দেখা যাবে ৮ বছরেও এর সমস্যা সমাধান হয়নি। এরপর যদি মেরামত হয় এবং আবার মেঘনাদ সাহা প্লানেটেরিয়াম কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের ভিড়ে গমগম করে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে নিজেই পিঠ চাপড়াবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct