মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকী গ্ৰামের হালদারপাড়ায় সিপিআইএম পার্টির ব্যানারের প্রার্থী সৃজন ভট্টাচার্যর মুখে কাদা দিয়ে মুখটি কালিমালিপ্ত করেছে কে বা কারা। হালদার পাড়ায়। গত ১৩ই নভেম্বর বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর খুন হয়। সাইফুদ্দিন লস্করের স্মরণসভায় উপস্থিত হয়ে মরিশ্বরমতিলাল হাইস্কুলের মাঠে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার প্রকাশ্যে বলেছিলেন, আমার বন্ধু সাইফুদ্দিন লস্করকে সিপিআইএম পার্টি খুন করেছে। আমি এখান থেকে বলছি সিপিআইএম পাটির পতাকা বামনগাছি অঞ্চলের এমনকি দলুয়াখাকী গ্ৰামে কোন জায়গায় সিপিআইএম পার্টির পতাকা লাগাতে দেব না। তার সেই মন্তব্যের জেরে এই ঘটনা কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে এলাকায়। তবে সিপিএম প্রার্থীর মুক কালিমালিপ্ত করার ঘটনার পর দলুয়াখাকি গ্ৰামে বামনগাছি অঞ্চলের মোড়ে সিপিআইএম পার্টির পথ সভায় উপস্থিত হয়েছিলেন খোদ সিপিআইএম পাটির প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি বলেন আমাদের ব্যানারে এবং দেওয়ালে কাদা দিয়ে যে নেপে দিয়েছে তা আমাদের আরো বেশি উপকার হয়েছে। কারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার সময় এসেছে। আমাদের ব্যানার কাদা দিয়ে নেপে দিক না কেন মানুষ তাদের ভুল বুঝতে পারছে। তিনি দাবি করেন যারা মানুষের পাশে সুখ দুঃখ সময় থাকবে তাদেরকে আপনারা তাকে ভোট দেবেন তিনি দাবি করেন সিপিআইএম পার্টি সদাসর্বদা মানুষের পাশে থাকে এবং থাকবে। তিনি দাবি করেন সিপিআইএম পার্টিকে সমর্থন করার জন্য অনুরোধ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct