দেবাশীষ পাল, মালদা, আপনজন: আবহাওয়ার খাম খেয়ালীপনা কারণে মালদায় আমের উৎপাদনে ব্যাপক ঘাটতি হতে পারে এইবার। কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির অভাব রয়েছে জেলায় । গরমের প্রচন্ড দাবদহ চলছে মাথায় হাত মালদহে আম চাষিদের। আমের মৌসুমের শুরুতেই ফলনে ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা। এই বছর হয়তো লাগাম ছাড়া বৃদ্ধি হবে আমের দাম। প্রচন্ড গরমে দাবুদাহে তীব্র রোদে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে। আম কৃষকরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখা। কিন্তু প্রচণ্ড রোদের তাপে তা প্রায় ব্যর্থ। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাচ্ছে না। এই বছর এমনিতেই মালদহে একটু দেরিতে আমের মুকুল এসেছিল তার উপর গত কিছুদিন ধরে তীব্র গরমের জন্য আমের সঠিক বৃদ্ধি হচ্ছে না।
মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর সূত্রে জানা যায় মালদা জেলায় ৩১ হাজার ৭০০ হেক্টর জমি জুড়ে আম ফলন হয়।গত বছর ৩ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন জেলায় হয়েছিল। তবে আবহাওয়ার খামখেয়ালী প্রনা জনিত কারণে এবারে জেলায় আম উৎপাদন অনেকটাই কম হবে। মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান বর্তমানে যা আবহাওয়া গোটা জেলে জুড়ে চলছে তাতে এবার অনেকটাই আম উৎপাদন কম হবে গতবছর গোটা জেলা জুড়ে যে আম উৎপাদন হয়েছে এবারে তা আম উৎপাদনের ক্ষেত্রে ৫০ শতাংশ ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলাতে আমের বাগান যা রয়েছে তাতে আমাদের তিন লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়। কিন্তু এবারে আমের মুকুল যেহেতু দেরিতে এসেছে সেই সময় একটু বৃষ্টিপাত হয়েছিল সেই সময় বিভিন্ন রোগ পোকার উপদ্রব হয় এবং আমের ফুলগুলো ঝরে পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর ল্যাংড়া প্রজাতির আম ফলন অনেকটাই কম হবে লক্ষণভোগ, আরশিনা ফলন ভালো হবে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এ বছর আমের ফলন পৌনে তিন লক্ষ কাছাকাছি থাকবে যা গতবারের তুলনায় অনেকটাই কম।রসেক্ষেত্রে বাজারে আমের দাম বাড়বে। কারণ চাহিদা অনুযায়ী আম সেভাবে যোগান হবে না। ল্যাংড়ার প্রজাতির আম বাজারে দাম বাড়বে। এখনো যা পরিস্থিতি তাতে এবারে ল্যাংড়া প্রজাতির আমের দাম অনেকটাই বাড়বে জেলাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct