জিয়াউল হক, হুগলি, আপনজন: চুঁচুড়ার কপিডাঙ্গার বাসিন্দা প্রিয়বালা কুন্ডু নাতি ও বৌমাকে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরেই তিনি ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বয়স্কদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। এ বছর ৮৫ উর্ধ্ব মানুষদেরকে বাড়িতে গিয়েই ভোট নেওয়া ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। প্রিয় বালা কুন্ডুর নাতি সঞ্জয় কুন্ডু জানান দীর্ঘদিন ধরেই ঠাকুমার ভোট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি কিন্তু কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনি। এবছর তা সম্ভব হলো। বৃহস্পতিবার সকালে ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে প্রিয় বালা কুন্ডুর বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর ১০১ বছর বয়সি প্রিয় বালা কুন্ডু ভোট দিলেন বাড়িতে বসেই। এতদিন পর ভোট দিতে পেরে খুশি প্রিয় বালা কুন্ডু। প্রিয় বালা কুন্ডুর বৌমা হরিদাসী কুন্ডু জানান দীর্ঘদিন ধরেই শাশুড়ি মা ভোট দেবেন বলে জানাচ্ছিলেন কিন্তু কোনভাবেই কাউকে জানিয়ে সুরাহা হয়নি। পাশাপাশি তিনি এও বলেন এখনও পর্যন্ত শাশুড়ি মা রেশন ও বার্ধক্য ভাতা কিছুই পাই না। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন এটা খুব খুশির খবর এই বয়সে তিনি ভোট দিলেন। বার্ধক্য ভাতা ও রেশন না পাওয়া প্রসঙ্গে বলেন ৪ তারিখের পর আমি বিষয়টা নিয়ে খোঁজ নিচ্ছি কেন তিনি এইসব পাচ্ছেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct