চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি, আপনজন: সুন্দরবন নদী মাতৃক। নোনা জলেই এখানকার মানুষের সব কাজ সারতে হয়।এই তীব্র গরমে গত ৩-৪ মাস ধরে পানীয় জলের সংকটে সুন্দরবনের কুলতলি বিধানসভার দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের তিন নং নাইয়া পাড়ার কয়েকশো গ্রামের মানুষ।এই এলাকার তিনটি পানীয় জলের কল সহ গোটা পঞ্চায়েত এলাকার প্রায় ৪২ টি পানীয় জলের কল খারাপ। চরম জলের সংকটে সুন্দরবনের এই এলাকার মানুষ।সুন্দরবনে পানীয় জলের সংকট সর্বত্র। আর ভোটের মুখে ভোট চাইতে বেরিয়ে একাধিক জায়গায় শাসকদলের কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেও ভোটারদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যাচ্ছে।দেউলবাড়ির তিন নং নাইয়া পাড়ার ২০১ নং বুথে মূলত বহু মৎস্যজীবিদের বাস। সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের এখন ভরসা ২ কিমি দূর থেকে পানীয় জল সংগ্রহ করা।স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ না হওয়ার অভিযোগ উঠে এলো গ্রামবাসীদের কাছ থেকে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এখানে প্রতিবছর পানীয় জলের সংকট হয়।কল খারাপ হয়ে গেলে আর মেরামত করা হয় না।স্থানীয় সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়না।আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মৎস্যজীবি বলে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কারুর নজর নেই। আমরা চাই এই এলাকায় দ্রত কল গুলোর সংস্কার ও নতুন পানীয়জলের কল বসানোর ব্যবস্থা করা হোক।এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য এর স্বামী রমেন নস্কর বলেন,এই কল গুলো আর সংস্কার করা যাবে না।আর এলাকার মানুষের বারংবার বলার পরেও কেন পানীয় জলের কল মেরামত হবে না, বিকল্প কি ব্যবস্থা হবে সে প্রশ্নের উওর অবশ্য সদস্যর স্বামীর কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি গত মঙ্গলবার এই এলাকায় জঙ্গল পুজোতে শুধুমাত্র পানীয় জলের সংকটে বহু মানুষ পুজোর ভোগ খেতে পারল না। তবে সদস্য এর স্বামীর কথার সাথে পঞ্চায়েত প্রধানের কথার মিল পাওয়া গেল না। সদস্য এর স্বামী যেখানে পানীয় জলের কল মেরামত হবে না বলছে সেখানে পঞ্চায়েত প্রধান সাইফুল্লা সেখ বলেন, আমাদের পঞ্চায়েত এলাকায় মোট ৪২ টি পানীয় জলের কল বর্তমানে খারাপ। মেরামতের কাজ চলছে। দ্রুত ওই এলাকার কলগুলো সংস্কার করে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct