এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ৷ বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে নির্বাচনী লড়াইয়ে জয়ী করতে শেষ মুহূর্তের প্রচারে রাজ্য পর্যায়ের তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি তারকা প্রচারকদের ভিড় লক্ষ করা যাচ্ছে ৷ বৃহস্পতিবার বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষের উদ্যোগে জোড়া জনসভা অনুষ্ঠিত হয় ৷ গাইঘাটা পশ্চিম ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি অধির দাসের তত্বাবধানে কলাসীমা হাইস্কুল মাঠে এবং নীলদর্পণ ব্লক আইএনটিটিইউসি’র সভানেত্রী মনিকা হালদারের তত্বাবধানে পাটশিমুলিয়া এফ পি স্কুল পালপাড়া মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় । দুই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ বনগাঁ সংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ ৷ এদিন কলাসীম স্কুল মাঠের জনসভা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকার, বনগাঁর বিদায়ী সংসদ শান্তনু ঠাকুর কে নিশানা করে কড়া সমালোচনা করেন ৷ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দিকগুলিও তুলে ধরেন ৷ আর এসবকিছুর অবসানের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান ৷ অন্যদিকে এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে আসছে ৷ একশ দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি সবটাই ভোট প্রচারের ক্ষেত্রে তৃণমূলের কাছে বড় হাতিয়ার ৷ এরই মাঝে বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁয় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনসভা থেকে মমতা জানান, বনগাঁয় সীমান্ত বাণিজ্য সংক্রান্ত ল্যান্ডপোর্ট কেন্দ্রীয় সরকার নিজেদের অধীনে নিয়ে আসায় এবং রাজ্য সরকার তার ট্যাক্স নেওয়ায় বনগাঁ পুরসভার তরফে ল্যান্ডপোর্টের তরফে যুক্ত ৪০-৫০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েন । মমতা জানিয়েছেন, বিশ্বজিৎ যদি জেতে তবে আমি, বিশ্বজিৎ, সবাই একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেব । যাতে ওদিকটাও ঠিক থাকে । আর গরীব মানুষগুলোরও কর্মসংস্থান হয় । এ দিন সে কথা আবারও একবার স্মরণ করিয়ে দেন রাজ্য আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের শ্রমিক সংগঠনের অধীনে অসংগঠিত ক্ষেত্রে ৩৪টি ট্রেড ইউনিয়নের প্রায় ১৫ হাজার শ্রমিক রয়েছে, ফলে লোকসভা নির্বাচনে শ্রমিক ভোট বড় ফ্যাক্টর ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct