আপনজন ডেস্ক: কদিন পরই ৪৩ পূর্ণ করতে চলা মহেন্দ্র সিং ধোনিকে আরও বছর দুয়েক খেলে যেতে বলছেন মাইকেল হাসি। তবে এ ব্যাপারে ধোনি তেমন কিছু বলেননি বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ। সর্বশেষ আইপিএলের ফাইনালের পর পুরস্কার বিতরণীতে অন্যতম আগ্রহের বিষয় ছিল এটি—ধোনি তাঁর ভবিষ্যৎ নিয়ে কী ঘোষণা দেন। তবে গুজরাট টাইটানসকে হারিয়ে শিরোপা জেতার পর ধোনি বলেছিলেন, আরও একটা মৌসুম খেলতে চান তিনি। সেটি হবে ‘চেন্নাই সমর্থকদের প্রতি তাঁর উপহার’। এবারের মৌসুমে আবার আসছে প্রশ্নটি, এবারই কি তাহলে শেষ ধোনির? যে মাঠেই হোক না কেন, ধোনি ব্যাটিংয়ে নামলে দর্শকদের উল্লাস ছাপিয়ে যাচ্ছে সবকিছুকে। ৪২ পেরোনো ধোনিকে শেষবারের মতো খেলতে দেখা যাচ্ছে কি না, স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে এমন ব্যাপারও কাজ করছে। পরের বছর ধোনিকে আর দেখা যাবে কি না, ইএসপিএনের ‘অ্যারাউন্ড দ্য উইকেট শো’ নামের এক অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে হাসি বলেন, ‘আমি আসলে এখন শুধু আপনাদের মতোই অনুমান করতে পারি। সে এসব ব্যাপারে একেবারেই খোলাখুলি নয়। আমরা আশা করছি, সে খেলা চালিয়ে যাবে।’ কেন এমন মনে করছেন, সেটি একসময় ধোনির অধিনায়কত্বে খেলা হাসি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘সে এখনো দারুণ ব্যাটিং করছে। সে ভালোভাবে প্রস্তুতি নেয়, ক্যাম্পে অনেক আগে যায়, অনেক বল খেলে। পুরো মৌসুমেই আসলে ছন্দে আছে। আমাদের শুধু তার শারীরিক ব্যাপারটিতে খেয়াল রাখতে হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct