তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, দেবাশীষ পাল, মালদা, আপনজন: বর্ষা শুরুর আগেই বৃহস্পতিবার বজ্রপাতে মালদা জেলাজুড়ে ১১ জনের মৃত্যু হল। এদিন দুপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় জেলাজুড়ে। সেই সময় কেউ জমিতে কাজ করছিলেন। কেউ আবার বাগানে আম কুড়োতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রথমে বজ্রপাতের জেরে বিভিন্ন এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দন সাহানি (৪০) রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মন্ডল (২১। অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের যুবক পঙ্কজ মণ্ডল (২৮) ও সুইতারা বিবি (৩৯) নামে এক মহিলার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এর পাশাপাশি মানিকচকের অতুল মণ্ডল, নয়ন মণ্ডল এবং শেখ সাবরুলেরও প্রাণ গিয়েছে। ১১ বছরের শেখ সাবরুল চৌকি মিরদাদপুর অঞ্চলের নিহালুটোলার আম বাগানে আম কুড়োতে গিয়েছিল। সেখানে মারা যায় সে। মৃত্যু হয়েছে রতুয়ার বাসিন্দা মিত্রা মণ্ডলের। অপরদিকে হরিশ্চন্দ্রপুরের নব দম্পতি নয়ন রায় এবং প্রিয়াংকা সিংহ রায়েরও প্রাণ গিয়েছে ব্রজপাতে।মাত্র দু’মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নয়নের বাড়ি হরিশ্চন্দ্রপুরেরই দৌলা এলাকায়। শ্বশুরবাড়ি কুর্সাডাঙ্গীতে একটি জমি লিজ নিয়েছিলেন নয়ন। শ্বশুরবাড়ি এসে সেই জমিতে পাট নিড়ানোর জন্য যান। সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা, শ্বাশুড়ি চন্দনা সিংহ,শ্যালিকা মঞ্জো সিংহ।নয়ন ও প্রিয়াঙ্কা পাশাপাশি ছিলেন। ওই সময় বাজ পড়লে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। শ্বাশুড়ি ও শ্যালিকা আহত হলেও তারা প্রাণে বেঁচে যান। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ মাঠ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল লেখেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনার কথা। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। জেলা প্রশাসন সর্বোতভাবে পাশে আছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct