আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছে যে তাঁর দল এখনও বিরোধী দলের ইন্ডিয়া ব্লকের অংশ। কেন্দ্রে সরকার গঠনে তাঁর দল বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সমর্থন করবে বলে জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস দিল্লিতে ইন্ডিয়া ব্লকের অংশ বলে মন্তব্য করলেও বাংলায় কংগ্রেস, সিপিএম ও তাঁর দলের মধ্যে যে কোনও জোট নেই তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।হলদিয়ায় এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির তহবিলে কংগ্রেস ও সিপিএমের ভোট ভাগাভাগির চেষ্টা প্রতিহত করতে হবে। এখানে তাদের ভোট দেবেন না। আমি স্পষ্ট করে দিয়েছি, বাংলায় জোট নেই, কিন্তু আমরা দিল্লিতে জোট করছি। মমতা আরও বলেন, আমি ইন্ডিয়া জোটের প্রতিষ্ঠা করেছি এবং সমর্থন অব্যাহত রাখব। এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। আমরা তাই থাকব। একই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনের ফলাফলের জন্য বিজেপির সমালোচনা করেন। তার বিশ্বাস তিনি অন্যায়ভাবে পরাজিত হয়েছেন এবং প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন। যেখানে তার প্রাক্তন সহযোগী থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে অল্প ব্যবধানে পরাজিত হন।মমতা অভিযোগ করেন, ভোটের দিন তারা বিদ্যুৎ বিভ্রাটের আয়োজন করায় ফলাফলে পরিবর্তন আসে। আমি এই অন্যায়ের বিচার চাইব, কাল হোক বা ভবিষ্যতে। বিজেপি চিরকাল থাকবে না, সিবিআই বা ইডির মতো সংস্থাও থাকবে না। আমার মামলা এখনও আদালতে বিচারাধীন, আমি ন্যায়বিচার চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নন্দীগ্রামের মানুষের রায় নয়।তবে, ইন্ডিয়া জোটকে সমর্থন নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল সুপ্রিমো মমতার প্রতি অনাস্থা প্রকাশ করে বলেছেন, তিনি ইতিমধ্যেই জোট ছেড়েছেন।আমি তাকে বিশ্বাস করি না। জোট ছেড়ে পালিয়ে যান তিনি। জাতীয় রাজনীতিতে টিকে থাকতে তিনি ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা বলছেন। কংগ্রেস ৪০টির বেশি আসন পাবে না বলেছিলেন মমতা। তার কথায ইঙ্গিত মিলছে জোট ক্ষমতায় আসছে। অন্যদিকে, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার বলেছেন, লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটকে ‘বাইরের সমর্থন’ দেবেন বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct