আপনজন ডেস্ক: তৃতীয় দফার লোকসভা ভোটে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনের বিভিন্ন অংশে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথম কয়েক ঘণ্টায় নির্বাচনী হিংসা, ভোটারদের ভয় দেখানো এবং পোল এজেন্টদের উপর হামলার পৃথক অভিযোগ দায়ের হয়েছে। তবে, ২০১৯-এর নির্বাচনে মুর্শিদাবাদে নির্বাচনকে ঘিরে মৃত্যুর ঘটনা ঘটলেও এবারে কোনও মৃত্যুর খবর নেই। বলা যায় এবার মৃত্যুহীন ভোট হয়েছে।সরকারি আধিকারিকদের মতে, বিকেল ৫টা পর্যন্ত বাংলার চারটি লোকসভা আসন মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ, যা চারটি আসনের মধ্যে সর্বোচ্চ, মালদহ দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ। অন্য দুটি আসন, মালদা উত্তর এবং জঙ্গিপুরে যথাক্রমে ৭৩.৩০ শতাংশ এবং ৭২.১৩ শতাংশ ভোট পড়েছে। এছাড়া মুর্শিদাবাদের ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৯.৩৯ শতাংশ। মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনের সিইও আরিজ আফতাব। চারটে লোকসভা কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি বলে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের। ১৮৬২৪৫ জন ভোটার মালদা উত্তরে ছিলেন। মালদা দক্ষিণে ১৭৮২১৫৯ ভোটার ছিলেন। ১৮৫৩৬০ জন জঙ্গিপুরে ভোটার ছিলেন। মুর্শিদাবাদে ১৮১৮০৯৭ ভোটার ছিলেন । মোট ৭৩৩৭৬৫১ ভোটার সহ চারটে লোকসভা কেন্দ্রে ১৫৭৭৩৬ জন নতুন ভোটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct