আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৫৪ জনে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭৭ হাজার ৯০৮ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৪১ জন।গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় সাড়ে ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct