আপনজন ডেস্ক: একটা সময় ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে বড় নামই ছিল ইপসউইচ টাউন। ১৯৬১-৬২ মৌসুমে সে সময়ের ইংল্যান্ডের শীর্ষ লিগ প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয় দলটি। গত শতকের আশির দশক পর্যন্ত শিরোপা লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বীই ছিল ইপসউইচ। একটি ইউরোপিয়ান ট্রফিও আছে দলটির। ১৯৮০-৮১ মৌসুমে ইংলিশ কিংবদন্তি ববি রবসনের কোচিংয়ে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) চ্যাম্পিয়ন হয় ইপসউইচ। সেই দলটি ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে।আজ চ্যাম্পিয়নশিপ লিগে হাডার্সফিল্ডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ইপসউইচ। ওয়েস বার্নস ও ওমারি হাচিনসনের গোলে হাডার্সফিল্ডকে হারানো ইপসউইচ টানা দুই মৌসুম ‘প্রমোশন’ পেল। প্রিমিয়ার লিগ যুগে মাত্র চতুর্থ দল হিসেবে টানা দুই মৌসুম প্রমোশন পেয়ে লিগ ওয়ান থেকে প্রিমিয়ার লিগে উঠল দলটি। এর আগে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত করে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগে উঠে হঠাৎ ‘বড়লোক’ হয়ে যাচ্ছে ইপসউইচ। সাফোক কাউন্টির ক্লাবটিকে ২০২১ সালে মাত্র ৪ কোটি পাউন্ডে কিনে নিয়েছিল একটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান। সেই ক্লাবটি প্রিমিয়ার লিগে উঠে টেলিভিশন স্বত্ব থেকেই পাচ্ছে ২০ কোটি পাউন্ড।আজ হাডার্সফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগ খেলা নিশ্চিত করার পর উৎসবে মেতেছে পুরো ইপসউইচ। তবে সেই উৎসবে আজ দলটি সরাসরি পায়নি সবচেয়ে নামী সমর্থক এড শিরানকে। ইংলিশ পপ তারকাই ইপসউইচের জার্সির স্পনসর। শিরান ফর্মুলা ওয়ান দেখতে এখন আছেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct