সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মাদ্রাসা বোর্ডে অমুসলিম পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে প্রথম শুভেন্দু সিংহ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। রাজ্যে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান দখল করেছে শুভেন্দু সিংহ। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার কালুখালী সারফিয়া হাই মাদ্রাসার ছাত্র শুভেন্দু। মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৭০৮ নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পড়ুয়াদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। তার বক্তব্য, ‘মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের মধ্যে কোনো বিষয়ভিত্তিক পার্থক্য নেই। ইংরেজি, অংক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বিষয়ের সিলেবাস মাধ্যমিক সিলেবাসের মতই। শুধুমাত্র ‘ইসলাম পরিচয়’ বিষয়টি বেশি পড়তে হয় আমাদের। তাই মাদ্রাসা বোর্ড সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা আছে সেটি দূর হওয়া উচিত বলে আমি মনে করি।’
শুভেন্দুর পরীক্ষায় পাওয়া বিষয়ভিত্তিক নম্বর যথাক্রমে; বাংলা ৯১, ইংরেজি ৯৭, অংক ৭৫, ভৌতবিজ্ঞান ৮৯, জীবন বিজ্ঞান ৯১, ইতিহাস ৯৭, ভূগোল ৯৮, ইসলাম পরিচয় ৭০।প্রধান ৮টি বিষয় ছাড়াও ঐচ্ছিক বিষয়ে আরবি নিয়েছিল শুভেন্দু, সেটিতে ৪২ নম্বর পেয়েছে সে। উচ্চমাধ্যমিকে একই স্কুলে পড়াশোনা করে আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে শুভেন্দু।সারফিয়া হাই মাদ্রাসায় দ্বিতীয় স্থান দখল করে শুভেন্দু। প্রথম স্থানে রয়েছে ওমর সানি, তার প্রাপ্ত নাম্বার ৭৫২।এ বছর ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১২ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়, যার মধ্যে ১৩১ জন ছাত্র এবং ১৮১ জন ছাত্রী রয়েছে।প্রধান শিক্ষক কাবিরুল ইসলাম বলেন, ‘প্রায় চার হাজার ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করে, যার মধ্যে ১৭৫ জন অ-মুসলিম ছাত্রছাত্রী রয়েছে। সংস্কৃত-আরবি সহ মোট ২১ টি বিষয় পড়ানো হয় এখানে।’শুভেন্দু সিংহের বাবা সুখেন সিংহ বলেন, ‘হাই স্কুলের দূরত্ব এখান থেকে প্রায় ১০ কিলোমিটারের বেশি, তাই বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরত্বে সারফিয়া হাই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করিয়েছিলাম। ছেলের সাফল্যে আমি খুব আনন্দিত।’ সারফিয়া হাই মাদ্রাসায় ছাত্রীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় এবং বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে রাসিকা খাতুন ও সাদিয়া পারভীন। প্রত্যেককে প্রধান শিক্ষক নিজ হাতে মিষ্টি খাইয়ে শুভকামনা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct