আপনজন ডেস্ক: দিবলিউডে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘জয় বীরু’ সিনেমাটা কি দেখেছেন? ফারদিন খান ও কুনাল খেমু অভিনীত সেই সিনেমাটা দুই বন্ধুর গল্প নিয়ে। কলকাতা নাইট রাইডার্সেও এমন জয়–বীরু জুটি আছে। আর সেটা জানিয়েছেন স্বয়ং কলকাতারই সহমালিক বলিউড কিংবদন্তি শাহরুখ খান। পুনীত সিরা পরিচালিত সেই সিনেমায় দেখা গিয়েছিল, দুই বন্ধু জয় ও বীরু মিলে এক মাফিয়া ডনের বিরুদ্ধে লড়ছে। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কলকাতার জয়–বীরু জুটির কাজটাও ঠিক তাই। ব্যাট হাতে দুজনেই ধ্বংসাত্মক। প্রতিপক্ষের বোলারদের একদম দুমড়ে–মুচড়ে দেন। কাদের কথা বলা হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন? আচ্ছা, বলেই দেওয়া যাক—আন্দ্রে রাসেল ও রিংকু সিং। আইপিএলে গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২৪ রানে হারিয়েছে কলকাতা। এ ম্যাচের আগে টিভি চ্যানেল স্টার স্পোর্টসে ‘নাইট ক্লাব প্রেজেন্টস—কিং খান রুলস’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলেন শাহরুখ। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রশংসা করতে গিয়ে রিংকু সিংয়ের উদাহরণ টানেন কিংবদন্তি, ‘অন্যান্য দারুণ কিছু গুণাবলীর পাশাপাশি সে (রাসেল) ছোটদের সঙ্গেও খুব ভালো। রিংকু এবং তার বন্ধন খুবই শক্তিশালী, জয়–বীরুর বন্ধুত্বের মতো। অনেক দিক থেকেই তারা আলাদা, তবু তারা একে–অপরকে ভালোবাসে, ক্রিকেটার এবং মানুষ হিসেবে একে–অপরকে সাহায্য করে।’ শাহরুখ রাসেলের ‘অন্যান্য গুণাবলী’ নিয়েও কথা বলেছেন। প্রথমত, রাসেলকে দেখে শাহরুখের ক্রিস গেইলকে মনে পড়ে। ২০০৯ সালে কলকাতার হয়ে খেলেছেন ‘ইউনিভার্স বস’খ্যাত ক্যারিবিয়ান কিংবদন্তি গেইল। এরপর রাসেলের ফ্যাশন সচেতনতারও প্রশংসা করেন কলকাতার এই সহমালিক, ‘তাকে (রাসেলকে) দেখে আমাদের ইউনিভার্স বস মিস্টার গেইলকে মনে পড়ে। সে তার মতো এবং একটা ব্যাপার খুব ভালো লাগে যে সে ফ্যাশন–সচেতন। ভালো পোশাক পরতে পছন্দ করে, চুলের যত্ন নেয়।গতকাল রাতে যেমন তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি দুই রঙের জুতা আছে? সে বলল, না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct