আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: সন্দেশখালির ঘটনায় স্থানীয় একটি নিউজ চ্যানেলে প্রচারিত ‘স্টিং অপারেশন’ নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঘটনার চিত্রনাট্যের জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং রাজ্যপাল সি ভি আনন্দ বসুর যৌন শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নদিয়ার চাকদহে এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, গোটা সন্দেশখালির ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। বিজেপি তা ভালোই লিখেছিল। সত্য উন্মোচিত হয়েছে। আমি অনেকদিন ধরেই এটা বলে আসছি। ‘স্টিং অপারেশন’-এর ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্দেশখালির মর্মান্তিক স্টিং দেখেই বোঝা যাচ্ছে বিজেপির পচন কতটা গভীর। পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে নীরবতা নিয়ে মোদীকে আক্রমণ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী সন্দেশখালি নিয়ে সন্দেশ (বার্তা) দিয়েছেন, কিন্তু কেন্দ্রের প্রতিনিধি, রাজ্যপালের যৌন হেনস্থার বিষয়ে নীরব থেকেছেন। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তিনি অনুপযুক্ত প্রস্তাব দিয়েছিলেন এবং ঘটনাগুলি রিপোর্ট করতে নিরুৎসাহিত করেছিলেন। তৃণমূলের অভিযোগ, সন্দেশখালি মামলায় বিজেপি প্রমাণ ও সাক্ষ্য জালিয়াতি করেছে, এমন একটি ভিডিও প্রকাশ করে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে বিজেপি। পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনা নিয়ে স্টিং অপারেশনের একটি ভিডিও শনিবার বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে সন্দেশখালির মহিলাদের ‘ধর্ষণ’ হিসেবে দেখানো হচ্ছে বলে এক ব্যক্তি বলছেন। মমতা শনিবার চাকদা সিংহের মাঠ ময়দানে প্রথম জনসভা করেন বীরনগর স্টেডিয়ামে, দ্বিতীয় জনসভা মুকুটমনি অধিকারীর সমর্থনে করেন। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে কেন্দ্রীয় সরকারকে যেমন কটাক্ষ করেন সেরকম বিরগরের সভা থেকেও কেন্দ্রীয় সরকারকে এবং মোদিকে কটাক্ষ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এদিন বীরনগরের সভা থেকে শান্তিপুরের তাঁত শাড়ি সম্পর্কে মন্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাড়ি নিয়ে বিশ্ব দরবারে আরো কি কি কাজ করা যায় তার কথাও তুলে ধরেন তিনি। তৎসহ কালনা বর্ধমান নদী পথের ওপর ব্রিজের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে মুকুটমনি অধিকারী জয়ী হলে কালনা বর্ধমান ব্রিজ উদ্বোধন হবে। এদিন এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। যদিও আজকের সভা শেষে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জানান আজকের দুটি সভা তার সমর্থনে করেছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে তার জয় নিশ্চিত। রানাঘাট লোকসভা কেন্দ্রে অপরদিকে রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ গাঙ্গুলী জানান আজকের সবশেষে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কর্মীর সমর্থকেরা। কয়েক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কে হারাবে তৃণমূল কংগ্রেস
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct