আপনজন ডেস্ক: আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে ভারত যে নানা রকম টালবাহানা করবে, তা ভালো করেই জানত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণে তারা গত ডিসেম্বরেই আইসিসির সঙ্গে আয়োজন স্বত্বের চুক্তি সম্পন্ন করে রেখেছে। এই চুক্তির অর্থ যত কিছুই হোক, টুর্নামেন্ট আয়োজনের অধিকার পাকিস্তানের কাছেই থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এসবে পাত্তা না দিয়ে কদিন আগে ইঙ্গিত দেয়, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে তারা পাকিস্তানে দল পাঠাবে না। বিসিসিআই এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় পিসিবি তাদের পরবর্তী করণীয় ঠিক করেনি। তবে পাকিস্তানে কোহলি-রোহিতদের পাঠাতে বিসিসিআইকে নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আইসিসির কাছে গত সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আর রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামকে। ফাইনাল হওয়ার কথা লাহোরে। যেহেতু ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাতে চায় না, তাই তাদের ম্যাচ একটি শহরেই আয়োজন করা হবে। সেটা লাহোর হওয়ার সম্ভাবনাই বেশি। ভারতের সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করতে চায় পাকিস্তানভারতের সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করতে চায় পাকিস্তানপিসিবিক্রিকেট পাকিস্তান তাদের প্রতিবেদনে লিখেছে, অবকাঠামোগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জ কমানোর কৌশলগত পদক্ষেপ হিসেবে ভারতের সব ম্যাচ একটি শহরেই আয়োজন করতে চায় পিসিবি। স্টেডিয়ামের কাছের হোটেলেই ভারতীয় দলকে কড়া নিরাপত্তাব্যবস্থায় রাখা হবে। তা ছাড়া লাহোর আত্তারি-ওয়াগা সীমান্ত থেকে কাছাকাছি দূরত্বে হওয়ায় ভারতের সমর্থকদের জন্য ভ্রমণ বেশ সহজ হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জিও নিউজও এক ভেন্যুতে ভারতের সব ম্যাচ আয়োজনে পিসিবির পরিকল্পনার কথা জানিয়েছে। ভারতের একটি সূত্র জিও নিউজের সংবাদদাতাকে বলেছেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত ভারত প্রস্তাবিত হিসেবে বিবেচনা করে যাবে। বছরের শেষ দিকে বিসিসিআই যখন (ভারত) সরকারের কাছে অনুমোদন চাইবে, আমরা তখনই জানাতে পারব। পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক তখন কোন পর্যায়ে থাকবে, সেটার ওপর নির্ভর করছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct