ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট দু নম্বর ব্লকের মগরাহাট মুসলিম এঙ্গলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনের মাঠে এক বিরাট নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ তার শেষ দিন। আট দিনের ফাইনাল চূড়ান্ত খেলা মাঠে নেমে পড়েন দুই প্রতিদ্বন্দ্বী দল গড়িয়া ওইকতান ও ডায়মন্ড হারবার আমরা সবাই। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা সম্পূর্ণ হয়। হাড্ডাহাড্ডি লড়াই দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল। এই খেলার উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দু দুবারের জয়ী সংসদ ও বর্তমান তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী প্রতিমা মন্ডল, উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, সভাপতি রুনা ইয়াসমিন ও সহ-সভাপতি ও মগরাহাট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান সেলিম লস্কর, মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন বগি এছাড়াও ব্লকের নেতা-নেত্রী কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। ষোলো বছরে পা রাখলেন এই খেলা। প্রথম পুরস্কার দু লক্ষ টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার দেড় লক্ষ টাকা ও ট্রফি দেয়ার কথা ঘোষণা করেন মগরাহাট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান সেলিম লস্কর।ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরের রেফারি নাসির উদ্দিন ও দিল মোহাম্মদ খেলাগুলি পরিচালনা করেন। সাংসদ প্রার্থী প্রতিমা মন্ডল এই দিন মানুষের কাছে করজোড়ে নিবেদন করে বলেন পূর্বের ন্যায় এবারও দুহাত ভরে আশীর্বাদ করতে। তিনি আবারো যাতে সংসদে গিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরতে পারেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct