আপনজন ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি কি এবারের আইপিএলে আউট হবেন না—গতকাল চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরুর আগপর্যন্ত আইপিএল দর্শকদের মনে এই প্রশ্ন ছিল। আগের ৭ ইনিংসেই অপরাজিত থাকা ধোনি অবশেষে কাল আউট হয়েছেন। তবে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের কোনো বোলারের বলে নন। ৪৩ ছুঁই ছুঁই তারকা চেন্নাই ইনিংসের শেষ বলে ২ রান নিতে গিয়ে হয়েছেন রানআউট। এবারের আইপিএলে প্রথমবার আউট হওয়া ধোনি থেমেছেন ১১ বলে ১৪ রান করে। কিন্তু এর আগে ১ রান নিতে অনীহা দেখানোয় সমালোচনার মুখে পড়েছেন তিনি।ম্যাচ শেষেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি চেন্নাই। পাঞ্জাবের কাছে হেরে গেছে ৭ উইকেটে। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করেছিল চেন্নাই। পাঞ্জাব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ১১ বল হাতে রেখে। এবারের আইপিএলে এটাই ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ। দল হারায় শেষটা রাঙানো হয়নি মোস্তাফিজের। তবে বল হাতে নিজের কাজটা ভালোভাবেই করেছেন বাংলাদেশি পেসার। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান। উইকেট না পেলেও নিজের তৃতীয় ওভারে নিয়েছেন মেডেন, যা এবারের আইপিএলে বিরল ঘটনাগুলোর একটি।৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মোস্তাফিজকে চেন্নাইয়ের হয়ে একবারও ব্যাটিংয়ে নামতে হয়নি। তবু ব্যাটিং প্রসঙ্গে তাঁর নাম এসেছে ধোনির কারণে। কাল ১১ বল খেলে ৫টিতেই কোনো রান নিতে পারেননি ধোনি। এর মধ্যে একটি বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি। সাধারণত অন্য প্রান্তে লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা টেলএন্ডারদের কেউ থাকলে স্বীকৃত ব্যাটসম্যান রান নিতে অনীহা প্রকাশ করেন। কিন্তু কাল ধোনির অপর প্রান্তের সঙ্গী ছিলেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ৩ বছর ধরে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচেও করেছেন ফিফটি।
এরপরও ধোনি ১ রান না নেওয়ায় টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিংয়ের উদাহরণ দিতে গিয়ে মোস্তাফিজকে টেনে এনেছেন আকাশ চোপড়া। ভারতের সাবেক এই টেস্ট ওপেনার তাঁর ইউটিউব চ্যানেলে ধোনিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘শেষ পর্যন্ত ধোনি সিঙ্গেল নিতে অপারগতা জানাল। এমনটা করতেই পারে। কিন্তু ড্যারিল মিচেল হলো ড্যারিল মিচেল। তুমি মোস্তাফিজুরের সঙ্গে ব্যাটিং করছ না যে সিঙ্গেল প্রত্যাখ্যান করবে। আমি কাউকে অসম্মান করে কথাগুলো বলছি না। সে একটি (ছক্কা) মেরেছে, তা দলের জন্য যথেষ্ট ছিল না।’হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে তিনে নেমে ৩২ বলে ৫২ রান করেছিলেন মিচেল। অথচ চেন্নাই কাল তাঁকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ৮ নম্বরে। শেষ দিকে নেমে মাত্র ১ বল খেলার সুযোগ পেয়েছেন মিচেল, করেছেন ১ রান। মিচেলকে এত দেরিতে নামানোর ব্যাপারটি আকাশ চোপড়াও বুঝতে পারছেন না, ‘ওরা ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সামির রিজভিকে আগে ব্যাটিংয়ে পাঠাল অথচ ড্যারিল মিচেলকে তখন সুযোগ দিল না। চেন্নাই আসলে কী করতে চেয়েছিল, তা আমার বোধগম্য নয়। সে আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছে। তাকে দিয়ে বোলিংও করানো হচ্ছে না। সত্যিই অদ্ভূত।’১ রান না নেওয়ায় ইরফান পাঠানও ধোনির সমালোচনা করেছেন। আইপিএলের প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ভারতের সাবেক অলরাউন্ডার পাঠান বলেছেন, ‘তার এটা করা উচিত হয়নি। ক্রিকেট একটা দলীয় খেলায়। দলীয় খেলায় এমনটা কোরো না। অপর প্রান্তে থাকা মানুষটি (মিচেল) একজন আন্তর্জাতিক খেলোয়াড়। সে যদি বোলার হতো, তাহলে বিষয়টি মেনে নিতাম।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct