আপনজন ডেস্ক: এবারের মাধ্যমিকেও অসাধারণ সাফল্য পেল মামূন ন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠাতা গোলাম আহমাদ মোর্তজা (রহ.) সাহেবর তাঁর হাত ধরেই যে সাফল্য এই বিদ্যালয় দেখিয়ে এসেছে, সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখল। রাজ্যে মোট ৯ লক্ষ ২৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে একাদশ স্থান দখল করেছে এই স্কুলের ছাত্রী জেনিফা শবনম। সে পেয়েছে ৬৮৩ (৯৭.৬%, রাজ্যে স্থান ১১তম)। পূর্ব বর্ধমান জেলার গলসীর বড়মুড়ে গ্রামে এই কৃতি ছাত্রীর বাড়ি। রাজ্যে প্রথম কুড়িজন ছাত্র ছাত্রীর মধ্যে এই স্কুলের আরও যে তিনজন স্থান করে নিয়েছে, তারা হল- মুর্শিদাবাদ জঙ্গিপুরের মাহিবুর রহমান (৬৭৫), বীরভূম দুবরাজপুরের নাজরিন সুলতানা (৬৭৫), এবং মুর্শিদাবাদ নওদা থানার মুস্তাক আহমেদ মন্ডল(৬৭৪)।
সামগ্রিকভাবে মামূন ন্যাশনাল স্কুলের ফলাফল অত্যন্ত চমকপ্রদ। বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৮৭ জন। তার মধ্যে ৯০% বা তার বেশি নাম্বার পেয়েছে ৪১ জন, ৬০০-র বেশি বা প্রায় ৮৬ শতাংশ নাম্বার পেয়েছে ৬৩ জন এবং স্টার মার্কস ৭৫% বা তার বেশি মার্কস পেয়েছে ৮৩ জন। সমস্ত ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাগণকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের চেয়ারম্যান মোস্তাক হোসেন। তিনি মনে করিয়ে দেন যে, এই পরীক্ষা তাদের জীবনের প্রথম সিঁড়ি। তাদেরকে সঠিক পথের দিশা দিতে হবে। শুধু মার্কস দিয়ে নয়, মানবিকতা দিয়ে তাদেরকে এবং সংখ্যালঘু সমাজকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তন যে প্রচেষ্টা তা অব্যাহত রাখতে হবে। এ দায়িত্ব শিক্ষক ও স্কুল পরিচালকবৃন্দের। জি.ডি. স্টাডি সার্কল প্রায় ৫০টি আবাসিক স্কুলের তত্ত্বাবধান করেন। জনাব মোস্তাক হোসেন সাহেব শিক্ষা প্রসারে প্রচুর অর্থ অকাতরে দান করে আসছেন। আর এই কাজকে এগিয়ে নিয়ে যাবার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে জি.ডি. মনিটরিং কমিটি। যার প্রধান হলেন মাননীয় সেখ নুরুল হক সাহেব। তিনি এই সাফল্যে বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরও এগিয়ে যাবার জন্য উৎসাহ প্রদান করেন। বিদ্যালয়ের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, “আমি ছাত্রছাত্রীদের সাফল্যে খুবই আপ্লুত। শিক্ষক-শিক্ষিকাগণের অক্লান্ত পরিশ্রমে এই ধরনের সাফল্য আমাদেরকে উদ্বেলিত করে। বিদ্যালয়ের সেই সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আমি কৃতজ্ঞ”।এছাড়াও তিনি বিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ-এর সকলের সাহায্য ও সহযোগিতার কথাও উল্লেখ করেন।এই আনন্দের সময়গুলোতে তাঁর মরহুম পিতার কথা খুব মনে পড়ে- এ কথা বলে তিনি তাঁর রুহের মাগফিরাতের জন্য সকলের প্রতি দোয়ার আবেদন জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct