আপনজন ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফল। সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে মোট ৫৭ জন। ৬৯৩ নম্বর রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয়। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পালের প্রাপ্ত নম্বর ৬৯১। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে তপজ্যোতি মণ্ডল। পঞ্চম স্থানে অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান। এই ৫৭ জনের মেধা তলিকায় তিনজন মুসলিম ছাত্র স্থান করে নিয়েছে। ৬৮৮ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মালদহের মোজামপুর হাজি শেখ শুভানি বিশ্বাস হাইস্কুলের ছাত্র মহম্মদ শাহাবুদ্দিন আলি।৬৮৭ পেয়ে সপ্তম স্থানে কোচবিহারের আসিফ কামাল। সে মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া। ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে মালদহের মোজামপুর এইচএসএসবি হাইস্কুলের আমিনুল ইসলাম। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। এবছর মাধ্যমিকে পাস করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে ৫৭জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct