এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে জয়ী করতে মরিয়া বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠন । চাঁদি ফাটা রোদকে উপেক্ষা করেও প্রার্থী বিশ্বজিৎ দাস নিজেও যেমন দিনভর প্রচারের ময়দানে থাকছেন অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষও দিনভর একাধিক কর্মসূচির মধ্যে নিজেকে নিয়োজিত রাখছেন । নারায়ণের কথায়, ‘লক্ষ্য একটাই, বনগাঁর কণ্ঠস্বর রূপে দিল্লিতে পাঠাতে চাই জননেতা বিশ্বজিৎ দাস কে ।’ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের অন্যান্য শাখা সংগঠনের মধ্যে ভোট প্রচারের ক্ষেত্রে নারায়ণ ঘোষের নেতৃত্বে ‘আইএনটিটিইউসি’ এগিয়ে রয়েছেন তা অকপটে স্বীকার করেছেন প্রার্থী নিজেও । বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ জানান, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিরবিচ্ছিন্নভাবে আমাদের কর্মসূচি চলছে এবং চলবে, লক্ষ্য লোকসভা ভোট ।’ জানা গিয়েছে বনগাঁয় সংরক্ষিত কোন শিল্প না থাকলেও অসংরক্ষিত ক্ষেত্র মিলিয়ে তৃণমূলের আইএনটিটিইউসি’র আওতায় ৩৪ টি ট্রেড ইউনিয়ন রয়েছে । যেখানে শ্রমিক সংখ্যা প্রায় ১৫০০০। এই সমস্ত ট্রেড ইউনিয়নে জেলা জুড়ে, ব্লক, আঞ্চলিক স্তরে সব মিলিয়ে নেতার সংখ্যাও কম নয় । যারা সকলেই বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে নেমেছেন ফলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে তৃণমূল। বনগাঁ সংগঠনিক জেলার সমস্ত ব্লক এবং আঞ্চলিক স্তরের নেতাদেরকে নিয়ে দফাই দফায় সাংগঠনিক বৈঠক করছেন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি নারায়ণ ঘোষ, অন্যদিকে ৩৪ টি ট্রেড ইউনিয়নের সকল শ্রমিকের উপস্থিতিতে সন্ধ্যাকালীন সভা অনুষ্ঠিত হচ্ছে বনগাঁ রামনগর রোড পার্শস্থ ময়দানে । লোকসভা ভোটকে কেন্দ্র করে সেখানে অস্থায়ী মঞ্চও বানানো হয়েছে । নারায়ণ ঘোষ জানিয়েছেন, ‘প্রতিদিন একটি করে ট্রেড ইউনিয়নের নেতা কর্মীদেরকে ডেকে সভা করা হচ্ছে। অন্যদিকে সমস্ত ট্রেড ইউনিয়নের কর্মীদেরকে আইএনটিটিইউসি’র পক্ষ থেকে একটি করে গেঞ্জি দেওয়া হয়েছে যেখানে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের জোড়া ফুল চিহ্নে বিশ্বজিৎ দাস কে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে । সকল শ্রমিক ভাইদের সেই ভোটের ক’দিন সেই গেঞ্জি পরেই কর্মস্থলে যাওয়ার অনুরোধ করা হয়েছে । বানানো হয়েছে কয়েকশো মমতা, অভিষেক, বিশ্বজিৎ, সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের সুদৃশ্য কাট-আউট ।’ লক্ষ্য করা গেছে বনগাঁ শহর সহ বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকায় টোটো চালকরা ওই গেঞ্জি পরেই টোটো চালাচ্ছেন । ফলে ভোট প্রচারের ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করেছে বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি ।’ শ্রমিক নেতা নারায়ণ ঘোষ বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ের মে দিবসে আইএনটিটিইউসি’র অধীনে থাকা ১০ হাজার শ্রমিক বনগাঁর রাজপথ থেকে বনগাঁ লোকসভাকে বিজেপি মুক্ত করতে আওয়াজ তুলবে । অন্যদিকে বিশ্বজিৎ দাস কে ভোট দেয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct