নিজস্ব প্রতেবদক, কলকাতা, আপনজন: আগামী ৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত রবিবার এই খবর জানান । তিনি বলেন,কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রী। রবিবারও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা। অর্থাৎ চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপ্রবাহের স্পেল চলল বঙ্গে। যা অতীতে এপ্রিল মাসে কোনোদিন ঘটেনি। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩টি স্পেলে তাপপ্রবাহ চলছে। ২০২৪ সালে আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ ছিল। ২০০৯ সালে এপ্রিলে ২ টি তাপপ্রবাহ স্পেল ছিল। ৪ দিন করে মোট ৮ দিন। ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ। পরিস্থিতির কোনো বদল এই মুহূর্তে নয়। প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলা। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পুর্ন হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। সোমবার থেকে আগামী ৪ মে পর্যন্ত রাজ্যে কোনরকম বৃষ্টি নেই। তবে আগামী ৫ দিনে তাপমাত্রার আর তেমন কোনো উল্লেখ্যযোগ্য হাইজাম্প নেই। অর্থাৎ তাপপ্রবাহ থাকবে। কিন্তু আর তাপমাত্রা বাড়বে না। কমবে না। ৩০ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। পরের দিন ১ জুন এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার। তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত। গোটা জেলা জুড়ে নয়। খুব বেশিক্ষন বৃষ্টির সম্ভাবনাও নেই। সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে।পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে। রবিবার পুরুলিয়া ,বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে। প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাবে না তাপপ্রবাহ থেকে। আগামী ৫ দিন সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকছে। উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে। ৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির। রবিবার তীব্র তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct