আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: প্রচন্ড দাবদাহের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীরা ভোট প্রচারে নেমেছেন। সেই রকম চিত্র দেখা গেল আজ বোলপুরে বাম ও কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী শ্যামলী প্রধান ভোট প্রচারে বেরিয়েছেন বোলপুর শহরে। বোলপুর শহরে একটি মিছিল পথ পরিক্রমা করে বোলপুর শান্তিনিকেতন এলাকায় বকুলতলা মোড়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কনিনীকা ঘোষ এবং রত্না সেন বীরভূম জেলা কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট সহ অন্যান্য বাম ও কংগ্রেসের নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct