পারিজাত মোল্লা, ভাতার, আপনজন: রবিবার পূর্ব বর্ধমানের ভাতাড় এলাকায় তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পাওয়ার জন্য পশুপ্রেমী আমির শেখ মাইকিং করে প্রচার করলেন যে, অবলা পথকুকুর পশু-পাখি জন্য জায়গায় জায়গায় জল দিয়ে রাখবেন। তাতে অবলা প্রাণীদের জল খেয়ে নিজেদের জীবন বাঁচিয়ে রাখতে পারবে। রাস্তার ধারে জল না থাকা কারনে প্রাণী গুলি ড্রেনে নেমে জল খেলে যে প্রাণী গুলির প্রাণহানি এর সম্ভাবনা থেকে যাচ্ছে এবং ড্রেনের নোংরা জল খেয়ে ওদের শরীরে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। এবং প্রত্যেকটা দোকানকে অনুরোধ করে দোকানের সামনে টব ও বালতির মধ্যে একটু করে জল রাখবেন যাতে প্রাণী গুলো জল খেয়ে পারে। পশু প্রেমী আমির শেখ নিজেও কয়েক জায়গায় টব দিয়ে জল রেখে এসেছেন এবং কয়েকটা দোকানদারের হাতে টব তুলে দিয়ে এসেছেন আপনারাও জল দিয়ে রাখুন। এবং উ মঙ্গলকোটে ও কয়েকটা বাজারে প্রচার ও জলের পাত্র রাখার বার্তা দিয়ে এসেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct