আপনজন ডেস্ক: শসায় কম ক্যালরিযুক্ত ফল।এতে জলের পরিমাণও অনেক। এতে ভিটামিন, মিনারেলস এবং ফাইবার থাকে। শসার এত উপকারিতার কারণে অনেকেই সারাদিন ধরে শসা খেতে থাকেন। শসা মানেই সহজে হজম এবং ওজন কমানোর ওষুধ। এটাই ধারণা। কিন্তু অত্যধিক শসা খেলে শরীরে নানা সমস্যা তৈরি করে। তেতো লাগা মানেই অতিরিক্ত টক্সিক থাকে শসাতে । কারণ শসাতে কিউকারবিটাসিন এবং টেট্রাসাইক্লিক ট্রাইটারপেনিওডের মতো রাসায়নিক থাকে, যা শসাকে তেতো করে। এই বিষাক্ত রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকারক এবং মারাত্মক অ্যালার্জির সৃষ্টি করে। তাই, তেতো শসা খাওয়া ঠিক নয়।শসা ফাইবারসমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে কিকিউরবিটিন যৌগটিতে মূত্রবর্ধক বৈশিষ্ট্য আছে। তবে শসার মধ্যে মূত্রবর্ধক যৌগের পরিমাণ কম। তবে বেশি শসা খেলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে।পটাসিয়ামের ভালো উৎস শসা। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তবে অতিরিক্ত খাওয়া হলে হাইপারক্যালেমিয়ার মতো রোগ দেখা দিতে পারে। বেশি শসা শরীরে পটাসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে পেটে ফোলাভাব, ক্র্যাম্প, গ্যাস এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। শসাতে প্রায় ৯০ শতাংশ জল থাকে। আর শরীরে যত বেশি জল যাবে রক্তের পরিমাণ তত বেশি হবে। এর ফলে রক্তনালি এবং হৃৎপিন্ডের ওপর চাপ পড়ে। ফলে হার্ট এবং রক্তনালির ক্ষতিগ্রস্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct