আপনজন ডেস্ক: থাই সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ একটি এলাকা দখল করেছে মিয়ানমারের জান্তা শাসনবিরোধী বিদ্রোহী জোট কারেন ন্যাশনাল ইউনিয়ন। অনেকেই ভাবছিলেন, নগদ অর্থাভাবে থাকা মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ রুটের নিয়ন্ত্রণ হারানো জান্তাবিরোধী যুদ্ধের গতিপথ বদলে দেবে। তবে দুই সপ্তাহ না পেরোতেই বিস্ময়করভাবে পাল্টে যাচ্ছে যুদ্ধের গতিপথ। মায়াওয়াদ্দির ব্যাটালিয়ন ২৭৫ নামে ওই সামরিক ঘাঁটির পুনরায় দখলে নিয়েছে জান্তা অনুগত সেনাবাহিনী। কয়েক দশক ধরে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত কেএনইউ প্রথমবারের মতো সামরিক ও বাণিজ্যিক কারণে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটির দখল নিয়েছিল। যদিও প্রকৃতপক্ষে তারা মায়াওয়াদ্দির পুরো এলাকা দখল নিতে পারেনি। জান্তাবিরোধী জোট পিপলস ডিফেন্স ফোর্সের ছোট একটি ইউনিট ওই সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। যদিও এর বাইরের পুরো এলাকা জান্তা অনুগত পুলিশ, অভিবাসন ও স্থানীয় সরকার কর্তৃক পরিচালিত হচ্ছিল। কেএনইউ তাদের বাহিনীকে ব্যাটালিয়ন ২৭৫ ঘাঁটি পরিত্যাগ করার নির্দেশ দিয়েছে। তারা বলছে, মায়াওয়াদ্দিতে আরো ধ্বংস এড়াতে এবং শহরের পশ্চিম দিকে ৩০ কিলোমিটার দূরে বড় যুদ্ধের দিকে মনোনিবেশ করার জন্য তারা ঘাঁটি ত্যাগ করেছে। মায়াওয়াদ্দি হারানোর পর শান রাজ্যের সীমান্ত এলাকাগুলো ফের নিয়ন্ত্রণে নিতে মরিয়া সামরিক জান্তা। সাঁজোয়া যান ও আর্টিলারি ইউনিট নিয়ে ওই এলাকা পুনরায় দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে সামরিক জান্তা। গত বছরের অক্টোবরে শান রাজ্যে শুরু হওয়া জাতিগত বিদ্রোহীদের হাতে পরাজয়ের পর থেকে এটিই সবচেয়ে বড় পাল্টা হামলার প্রচেষ্টা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct