অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে কলকাতা হাই কোর্টের নির্দেশে। এসএসসির মাধ্যমে চাকুরী পাওয়া ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী দের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা সিপিআই(এম)-এর। রবিবারসিপিআই(এম)- কুমারগঞ্জ এরিয়া কমিটির ডাকে গোপালগঞ্জ বাজারে এই পথসভা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের পথসভায় বক্তব্য রাখেন শিক্ষক অলকেশ চৌধুরী, সিপিআই(এম) জেলা ও এরিয়া নেতৃত্বের তরফে মোফাজ্জল হোসেন এবং সিপিআই(এম)- কুমারগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রণজিৎ কুমার তালুকদার।এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মাধ্যমিক শিক্ষক সংগঠন এর নেতৃত্বের তরফে কমরেড বিভাস চক্রবর্তী।উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাই কোর্টে এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়েছে। উচ্চ আদালত ২০১৬ সালে এসএসসি’র মাধ্যমে চাকরি পাওয়া ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে সিপিআই(এম)- কুমারগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রনজিত তালুকদার জানান,‘এসএসসি-র মাধ্যমে ২০১৬ সালে প্যানেল ভুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষকের মহামান্য হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে। এর প্রেক্ষিতে প্রকৃত যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং অযোগ্যদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ মদতে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে চাকরি দেবার মতো অনৈতিক এবং অসাংবিধানিক কাজের বিরুদ্ধে ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct